ভালোবাসা দেখানো সমর্থকদের মনে রাখবেন মেসি
পিএসজিতে শুরুর দিকে সময়টা ভালোই যাচ্ছিল লিওনেল মেসির। পিএসজি সমর্থকরা আপন করেই নিয়েছিলেন তাকে। তবে হঠাৎ করেই সবকিছু ধীরে ধীরে পাল্টাতে থাকে। আর্জেন্টাইন তারকা ফুটবলারের প্রতি বিরূপ আচরণ করতে থাকেন পিএসজির সমর্থকেরা।
২০২১ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে আসেন মেসি। ক্লাবটির হয়ে দুই মৌসুমে দুই ভিন্ন কোচের অধীনে খেলেন তিনি। ২০২১-২২ মৌসুম তিনি খেলেন মরিসিও পচেত্তিনোর অধীনে এবং সদ্য সমাপ্ত মৌসুমে ক্রিস্তোফ গালতিয়েরের অধীনে খেলেন মেসি। দুই মৌসুমেই লিগ জেতে পিএসজি।
কিন্তু পিএসজি যে উদ্দেশ্য নিয়ে মেসিকে নিয়ে এসেছিল সেই চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি তার। মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে—এই ত্রয়ী নিয়েও পিএসজি সফল হতে পারেনি।
এ ছাড়া এ বছরের মে মাসে সৌদি আরবে বেড়াতে যান মেসি। পিএসজির অনুমতি ছাড়া যাওয়ায় ক্লাব কর্তৃপক্ষের থেকে শাস্তিও পেয়েছিলেন।
এরপরই মেসির প্রতি সমর্থকদের ক্ষোভ বেড়ে যায় অনেক। বিশেষ করে পার্ক দে প্রিন্সেসে ঘরের মাঠের ম্যাচে আর্জেন্টাইন তারকা ফুটবলারকে দুয়ো দেওয়া তো নিয়মিত ঘটনা ছিল। তার পায়ে বল মানেই গ্যালারি থেকে দুয়োর শব্দ।
পিএসজির সমর্থকদের সঙ্গে সম্পর্ক নিয়ে আরএমসি স্পোর্টকে মেসি বলেন, 'প্রথমে সবকিছু ভালোই ছিল। ক্লাব থেকে অনেক উৎসাহ-উদ্দীপনা পেয়েছিলাম। হঠাৎ প্যারিসে সমর্থকদের অনেকেই ভিন্ন রকম আচরণ শুরু করে।'
আর্জেন্টাইন মহাতারকাকে লক্ষ্য করে শিষও দেওয়া হয়েছিল। পিএসজির আলট্রাস সমর্থকেরা ক্লাবের বাইরে মেসিকে কটাক্ষ করে স্লোগানও দিয়েছেন।
সমর্থকদের এমন বিরূপ আচরণে পিএসজির পরিবেশ মেসির কাছে হয়ে ওঠে বিষাক্ত। এ বছরের জুনে পিএসজির সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটেছে।
তবে এত তিক্ততার মাঝেও কিছু সমর্থকের প্রতি কৃতজ্ঞ মেসি, 'প্যারিসে সমর্থকদের বড় অংশের মধ্যে ভাঙন ধরে। আমি এটা অবশ্যই চাইনি। এমন ঘটনা নেইমার ও এমবাপ্পের সঙ্গেও ঘটেছে। তবে যারা আমাকে শুরুর মতো ভালোবেসেছেন, তাদের আমি মনে রেখেছি।'