প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন মার্তিনেস
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস এখন ঢাকায়। আজ সোমবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
দুর্ভাগ্যবশত, এই সংক্ষিপ্ত সফরে মার্তিনেসের সঙ্গে দেখা হওয়ার সুযোগ থাকছে না বাংলাদেশের ভক্তদের।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি ফান্ডেডনেক্সট এর কার্যালয়ে চলে যান। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর বেলা ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মার্তিনেস।
প্রধানমন্ত্রীকে নিজের সই করা জার্সি উপহার দেন আর্জেন্টিনার এই তারকা গোলরক্ষক। এর আগে ফান্ডনেক্সটের কার্যালয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে দেখা করেন তিনি।
ভারতের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগে এমিলিয়ানো মার্তিনেসের কলকাতা সফরের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ প্রতিবেশী দেশ হওয়ায় মার্তিনেস ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেন। কলকাতায় যাওয়ার ১১ ঘণ্টা আগে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন।