তামিমের অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে জানতেন না লিটনরা
তামিম ইকবালের আচমকা অবসরের ঘোষণার পর বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। বিসিবি সভাপতির কথা অনুযায়ী, লিটন আপাতত দায়িত্ব পালন করলেও এখনই নির্দিষ্ট কোনো অধিনায়ক নির্বাচন করছেন না তারা।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে হেরে চাপে আছে বাংলাদেশ। দলের অধিনায়ক তামিম ইকবালের আকস্মিক অবসরের ঘোষণায় পরিস্থিতি ঘোলাটে হয়েছে আরো। এসব কিছু নিয়েই সংবাদ সম্মেলনে কথা বলেন তামিমের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পাওয়া লিটন দাস।
তামিমের এই সিদ্ধান্ত নিয়ে তিনি বা দলের বাকি সদস্যরা কিছুই আগে থেকে জানতেন বলে দাবি লিটনের, 'আমি বিষয়টা জানতে পেরেছি, বেলা ১টার দিকে। স্বাভাবিক বিষয়, আমি অনেক দিন ধরে খেলেছি তার সঙ্গে এবং এরকম একটা সিদ্ধান্ত আসবে, এটা আমরা কেউই উপলব্ধি করতে পারিনি। তবে এটা সম্পূর্ণ বড় ভাইয়ের সিদ্ধান্ত। উনি এত দিন ধরে বাংলাদেশের হয়ে খেলেছেন, অনেক কিছু দিয়েছেন।'
অবসরের সিদ্ধান্তটি তামিমের ব্যক্তিগত এবং সবারই এটিকে সম্মান দেখানো উচিত বলেই মনে করেন লিটন, 'এটা আমি ও আমাদের দলের সবাই, উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন আমরা সবাই সম্মান করি। আমাদের সবারই করা উচিত। সবারই একটা ব্যক্তিগত পরিকল্পনা থাকে।'
সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে এবং কঠিন অবস্থা থেকে পুরো দলের মনোবল চাঙা রাখাও লিটনের দায়িত্বের মধ্যে। এমন অবস্থায় কী ভাবছেন লিটন, এই চাপ কীভাবে সামলাবেন? অথচ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বিস্ময় উপহার দিয়ে লিটন, বললেন–'কোনো চাপ নেই, চিল।'
তামিমের অবসরের বিষয়টিকে একপাশে রেখে দলের স্বার্থকেই বড় করে দেখছেন লিটন, 'আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সিরিজটা কীভাবে জিততে পারি। এর চেয়েও বড় হলো, আগামীকালকে কীভাবে জিততে পারি। আমার মনে হয়, সতীর্থরা সবাই এই একটা জিনিসেই মনোযোগ দিচ্ছে। বড় ভাইও কিন্তু একটা জিনিস বলে গেছে, সব কিছুর আগে দল। উনি কিন্তু যেতে যেতে এই কথাটাই বলে গেছেন, আমরা দলের জন্য খেলি, দলই সবার আগে। আমার কাছে মনে হয় না, এটার এখন কোনো পয়েন্ট আছে। বিসিবি আমাকে দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করব শতভাগ দেওয়ার। চেষ্টা করব আমার তরফ থেকে এবং আমার সতীর্থরা যেন ভালো একটা ফল আনতে পারে।'