দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশের যুবারা
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম চার ম্যাচ শেষে দুই দলই দুটি করে ম্যাচ জেতে। ফলে সিরিজের শেষ ম্যাচ হয়ে ওঠে অলিখিত ফাইনাল। সেখানে জিতে ৩-২ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচ ছিলো আজ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাদের যুবাদের হারিয়ে যা জিতে নিয়েছেন বাংলাদেশের তরুণেরা।
টস জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। মাহফুজুর রহমান রাব্বি-রিজান হাসানদের দুর্দান্ত বোলিংয়ে ৪৯.৪ ওভারে ২১০ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা।
ডেভিড টিগার করেন সর্বোচ্চ ৬৩ রান, অধিনায়ক জুয়ান জেমসের ৩২ ও রিচার্ড সেলটসওয়ানের ২৭ রানে ইনিংসের সৌজন্যে ২১০ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলারদের মধ্যে মাহফুজ তিনটি, রাফি, রিজান ও বর্ষণ দুটি করে উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে আদিল ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ওপেনিং জুটিতে ৪০ রান তুলে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন। ৭ম ওভারে লিয়াম অ্যাল্ডার ১৩ রানে ফেরান রিজওয়ানকে। এরপর ৩ রান করে ফেরেন রিজান।
তৃতীয় উইকেটে আরিফুল ও আদিল মিলে ৮৭ রানের জুটিতে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন। ৫৮ রান করে আউট করে জুয়ান জেমসের বলে আউট হোন আদিল।
আদিল ফেরার পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। ৮১ বলে ৭১ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন আরিফুল। জয় যখন ২২ রান দূরে, তখনই আটন হন তিনি।
বাকি কাজ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও মোহাম্মদ রাফিউজ্জামান রাফি শেষ করেন। রাব্বি ১৫ রানে অপরাজিত থাকেন।