ভারতের বিপক্ষে হেরে বিদায় বাংলাদেশের
ভারতকে অল্প রানে আটকে দিয়ে বোলাররা নিজেদের কাজটা ঠিকমতো করলেও, ব্যাটসম্যানদের ব্যর্থতায় ইমার্জিং এশিয়া কাপের সেমি-ফাইনাল থেকে বিদায় নিলো বাংলাদেশ। ভারতের কাছে সাইফ-সৌম্যরা হেরেছেন ৫১ রানের ব্যবধানে।
২১২ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। মিডল অর্ডারে ব্যাটিং ধ্বসই হারের মূল কারণ বাংলাদেশ এ দলের।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। ভারতকে পুরো ইনিংসেই খোলস ছেড়ে বের হতে দেননি বাংলাদেশের বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেটও হারিয়েছে ভারতীয়রা। দলের হয়ে যা একটু লড়েছেন অধিনায়ক যশ ধুল।
ভারতের ইনিংসে একমাত্র ফিফটিও ধুলের। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান এসেছে তার ব্যাট থেকে। আর কেউ তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ২১১ রানেই থামে ভারতের ইনিংস।
বাংলাদেশের হয়ে অফ স্পিনার মেহেদি হাসান ১০ ওভারে ৩৯ রান দিয়ে দুটি উইকেট পান। অধিনায়ক সাইফ ১০ ওভারে ২৯ রান দিয়ে এক উইকেট নেন। ১০ ওভারে ৩৬ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭০ রান তুলে ফেলে দলকে জয়ের পথে এগিয়ে দিয়েছিলেন নাঈম শেখ ও তানজিদ হাসান তামিম। নাঈম ৪০ বলে ৩৮ রান করে আউট হলে ভাঙে এই জুটি। আরেক ওপেনার তামিম করেন ৫১ রান।
দলীয় ১২৩ রানের মধ্যে তামিম, জাকির আর অধিনায়ক সাইফের বিদায়ের পরই ধ্বস নামে ব্যাটিং লাইনআপে। আর ৩৭ রান তুলতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় তাতে।
ভারতের পক্ষে নিশান্ত সিন্ধু মাত্র ২০ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংসে ধ্বংসযোগ্য চালান। মানাভ সুথার নেন তিনটি উইকেট।