‘মেয়েদের নিয়ে গর্ব না করার কোনো কারণ নেই’
ভারতের বিপক্ষে সাফল্যে নারী ক্রিকেট দলের জন্য ৩৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার পুরষ্কার ঘোষণার সময় ছেলেদের মতো মেয়েদেরও স্কুল ক্রিকেট চালুর প্রতিশ্রুতি দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাশাপাশি নারী ক্রিকেটারদের অনুরোধে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের পরিকল্পনার কথা জানান তিনি।
পুরুষদের ক্রিকেটের উন্নয়নে মোটা অংঙ্ক ব্যয় করতে হয় বিসিবিকে। দলটির সাফল্যে দেশের মানুষের মতো উচ্ছ্বাসে ভাসে বিসিবিও, প্রশংসার পাশাপাশি ঘোষণা করা হয় পুরস্কার। একইভাবে নারী দল নিয়েও গর্ব করার সময় হয়ে গেছে বলে মনে করেন বিসিবি সভাপতি। রোববার ঢাকার একটি হোটেলে মেয়েদের সংবর্ধনা দেওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
নাজমুল হাসান বলেন, ' বাংলাদেশের ছেলে ক্রিকেটারদের নিয়ে আমরা অনেক কিছু করি, অনেক গর্ব করি। এখন মেয়েদের নিয়ে গর্ববোধ না করার কোনো কারণ নেই। কারণ শক্তিশালী ভারতের বিপক্ষে যেভাবে খেলেছে…আমরা কিন্তু ওয়ানডেও (সিরিজ) জিততে পারতাম। আবার টি-টোয়েন্টিতে না জেতার তো কোনো কারণই নেই। আমরা অনেক কাছাকাছি চলে এসেছি, এটা খুবই ভালো লক্ষণ। ওদেরকে আমরা বোনাস দিয়েছি, কিন্তু বোনাসের চেয়ে বড় বিষয় হচ্ছে ওদের দিকটাতে আমরা অনেক বেশি মনোযোগ দিচ্ছি।
'এর মাঝে ওরা কিছু পরামর্শ দিয়েছে, আমরা বলেছি অবশ্যই সেগুলো দেখবো। আরও ভালো কোচ লাগবে, যেমন ফার্স্ট বোলিং কোচ হলে ভালো হয়। এসব নিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা করব। এ ছাড়া মেয়েদের স্কুল ক্রিকেট, ছেলেদের স্কুল ক্রিকেট তো আমরা সব সময়ই খেলি, অনেক স্কুল। মেয়েদের স্কুল ক্রিকেট আমরা এ বছর শুরু করতে চাই। এতে আমরা আরও নতুন নতুন খেলোয়াড় পাবো বলে আমার মনে হয়। একটা বিপিএল চেয়েছে ওরা, মেয়েদের একটা বিপিএল। আমরা বলেছি নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চালু করব।' যোগ করেন তিনি।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ। দলটির বিপক্ষে ওয়ানডেতে প্রথমবারের মতো জয়ের স্বাদ নেওয়ার সিরিজের শেষ ম্যাচটি টাই করে সিরিজ ভাগিাভাগি করেছেন জ্যোতি-মারুফারা। সিরিজ না জিতলেও মেয়েদের চেষ্টা, মনোবল ও পারফরম্যান্সে খুশি বিসিবি সভাপতি।
নাজমুল হাসান বলেন, 'মেয়েদের প্রথম ম্যাচটা আমি মাঠে বসে দেখেছি। খেলা শেষ হওয়ার পর আমি বলেছি, "হ্যাঁ, আমি সন্তুষ্ট। মেয়েদের খেলা দেখে আমি হতাশ না। আমার কাছে ভালো লেগেছে।" বলার পেছনে কারণ ছিল একটাই, ভারতের মেয়েদের যে দলটা, অবশ্যই আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তাদের সঙ্গে যেভাবে খেলেছে, আমরা হেরেছি, কিন্তু আমি হতাশ না। আমার ভালো লেগেছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পরই ভারত। তারা যে পরিমাণ খেলা খেলে আর ওরা যে পরিমাণ সুযোগ-সুবিধা দেয়, তার কিছুই আমরা আমাদের মেয়েদের দিতে পারি না। এসব চিন্তা করেই বলেছি।'
'এরপরও তারা যে চেষ্টা করেছে, চেষ্টা দেখেই ভালো লেগেছে। দ্বিতীয় ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। কারণ ৫ উইকেট হাতে, ১২ বলে ১৪ রান, এটা টি-টোয়েন্টিতে তো আমরা আশা করতেই পারি যে জিতবো। আমাদের ভাগ্য খারাপ, এ কারণে আমরা জিততে পারিনি। কিন্তু আমরা তৃতীয় টি-টোয়েন্টিটা জিতেছি। না হলে আমরা সিরিজটা জিততে পারতাম। আমরা মনে করি এটা আমাদের জন্য খুবই ভালো বার্তা। মেয়েদের দলটাকে আমরা যতোটা দুর্বল ভাবি, তারা কিন্তু তাদেরকে এতোটা দুর্বল ভাবে না। প্রতিপক্ষ যতো শক্তিশালীই হোক না কেন, তারা সাহস করে খেলছে এবং খেলতে পারে।' বলেন বিসিবি সভাপতি।