ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান
২০১৩ সালে ইমার্জিং এশিয়া কাপের প্রথম টুর্নামেন্টেই পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। আজ ১০ বছরের পুরোনো প্রতিশোধ নিলো পাকিস্তান 'এ' দল।
ভারত 'এ' দলের বিপক্ষে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১২৮ রানের জয়ে ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় শিরোপা জিতল পাকিস্তান। টুর্নামেন্টের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল তারা।
প্রথমে ব্যাট করে ৩৫২ রানের পাহাড় গড়ে পাকিস্তান। সর্বোচ্চ ১০৮ রান করেন তাহির। ভারতীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন হাঙ্গারগেকার ও রিয়ান পরাগ।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে কখনোই ভারতকে সাবলীল মনে হয়নি। যার ফলাফল হিসেবেই বড় পরাজয় বরণ করে নিতে হয় তাদের। ৯২ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ২২৪ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।
পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নিয়েছেন মুকিম। দুটি করে উইকেট নিয়েছেন ওয়াসিম জুনিয়র, মেহরান মুমতাজ ও আরশাদ। ১২৮ রানের জয়ে টানা দ্বিতীয়বার ইমার্জিং এশিয়া কাপ জিতল পাকিস্তান। ২০১৯ সালে বাংলাদেশকে হারিয়ে এই টুর্নামেন্ট জিতেছিল পাকিস্তান।