স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে প্রথমবারের মতো ফাইনালে ইংল্যান্ড
দুর্দান্ত জয়ে প্রথমবার নারী বিশ্বকাপের ফাইনালে উঠল ইংল্যান্ড। সিডনিতে বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ইংলিশরা। ২০ আগস্ট ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন।
ছেলেদের বিশ্বকাপে ইংল্যান্ড তাদের একমাত্র শিরোপা জিতেছে ১৯৬৬ বিশ্বকাপে। সেই বিশ্বকাপের পর আর কখনো ফাইনালে খেলতে পারেনি তারা। এবার মেয়েদের বিশ্বকাপ দিয়ে সেই অপেক্ষা ঘুচল ইংল্যান্ডের।
স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে যায় ইংল্যান্ড। ৩৬ মিনিটে এলা টুনের দুর্দান্ত গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। ৬৩ মিনিটে স্যাম কেরের গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা।
তবে পরপর দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া। ৭১ মিনিটে লরেন হ্যাম্প ইংল্যান্ডকে আবারো এগিয়ে দেন ২-১ ব্যবধানে। ৮৬ মিনিটে তারই সহায়তা থেকে ব্যবধান বাড়ান অ্যালেসিয়া রুসো।
নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড এবং স্পেন দুদলই প্রথমবার উঠেছে। ফাইনালে যে জিতুক না কেন এ টুর্নামেন্টে নতুন চ্যাম্পিয়ন পাবে বিশ্ব। আগের আট আসরের ছয় চ্যাম্পিয়নের বিদায় হয়েছে কোয়ার্টার ফাইনালেই।