শ্রীলঙ্কায় হঠাৎ বন্ধ সব ধরনের ঘরোয়া ক্রিকেট
পাকিস্তানের সঙ্গে যৌথভাবে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করছে শ্রীলঙ্কা। আজ ক্যান্ডিতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।
তবে এমন এক ম্যাচের সময়ই শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেট থেমে গেছে হঠাৎ করেই। দেশটির ক্রিকেট বোর্ডই বন্ধ করে দিয়েছে সব ধরনের ঘরোয়া খেলা।
কাঠামো পুনর্গঠন নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় সব ধরনের ঘরোয়া টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। টুর্নামেন্ট চালু করার ক্ষমতা এখন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহের হাতে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএলসি বলেছে, 'বোর্ড পরিচালিত সব ধরনের ঘরোয়া টুর্নামেন্ট সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান মেজর ক্লাব তিন দিনের টুর্নামেন্ট এবং 'বি' স্তরের আমন্ত্রণমূলক ক্লাব তিন দিনের টুর্নামেন্টও এর আওতাধীন।'
এই পরিস্থিতি দেশটির ক্রিকেটকে ২০২১ সালে ফিরিয়ে নিয়ে গেল। সে বছরও ঘরোয়া ক্রিকেটের কাঠামো পুনর্গঠন নিয়ে বোর্ডে অভ্যন্তরীণ ঝামেলা হয়েছিল।