বিশ্বকাপ ভাবনায় মাহমুদউল্লাহ আছেন, বললেন বিসিবি সভাপতি
টানা তিন সিরিজে দলের বাইরে, মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে তাই বেশ আগেই থেকেই আলোচনা। অভিজ্ঞ এই ক্রিকেটার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন কিনা, এই প্রশ্নটিও বেশ পুরনো। এই প্রশ্নের উত্তরে বিসিবির কর্তারা একেক জন একেক উত্তর দিয়েছেন। এশিয়া কাপের স্কোয়াডে মাহমুদউল্লাহকে রাখা হয়নি। অধিনায়ক ও কোচের সঙ্গে আলোচনার পর তাকে বাদ দেওয়া হয়েছে বলে জানান বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
এশিয়া কাপের দল ঘোষণার দিনও আলোচানায় ছিল মাহমুদউল্লাহর বিশ্বকাপ স্কোয়াডে থাকা না থাকা নিয়ে। তাকে নিয়ে করা প্রশ্নে প্রধান নির্বাচক যে উত্তর দিয়েছিলেন, তাতে আভাস ছিল বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহকে না রাখার ব্যাপারে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, বাংলাদেশের বিশ্বকাপ ভাবনায় মাহমুদউল্লাহ আছেন।
বাংলাদেশের ক্রিকেটাররা ইনজুরিপ্রবণ বলে মনে করেন বিসিবি সভাপতি। উদাহরণ হিসেবে এশিয়া কাপের ম্যাচে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের ব্যথা পাওয়ার বিষয় উল্লেখ করেন তিনি। বিশ্বকাপে ধারাবাহিকভাবে পর্যাপ্ত বিকল্প খেলোয়াড় লাগবে, আর সে কারণেই বিশ্বকাপ ভাবনায় মাহমুদউল্লাহ আছেন বলে জানান পাপন।
মাহমুদউল্লাহ বিশ্বকাপ ভাবনায় আছেন কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি তো মনে করি আছে। না থাকার কারণ দেখি না। ১৫ জন পাঠালেও যে পরিমাণ ইনজুরির সমস্যা আছে…। আমাদের খেলোয়াড়রা বেশি ইনজুরিপ্রবণ। কাল যেমন শান্ত ব্যাথা পেল, মিরাজ ব্যাথা পেয়েছে। এর আগের ম্যাচে মুস্তাফিজ ভুগেছে। ধারাবাহিক বিকল্প লাগবে। যদি মনে করেন ১১ জন খেলে আসবে, তাহলে ভুল। ধরাবাহিক বিকল্প লাগবে।'
এশিয়া কাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিরিজে মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকতদের খেলানোর সুযোগ দেখছেন বিসিবি সভাপতি। সম্ভাবনার কথা জানিয়ে পাপন বলেন, 'ওদের সুযোগ থাকবে খেলার, আমার মনে হয়।'
এশিয়া কাপের দলটিই বিশ্বকাপের দল হবে বলে জানানো হয়েছিল। তবে চোট সমস্যার কারণে তেমন হবে না জানিয়ে বিসিবি প্রধান আরও বলেন, 'এশিয়া কাপের দল বিশ্বকাপের দল হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এতোগুলো পরিবর্তিত পরিস্থিতিতে পড়েছি, সে জন্য সেটা হবে না। এবাদত ফিট তাকলে সে থাকতো, এখন তো সে নাই। আর তামিম-লিটন ফিট থাকলে যাবে।'