বিশ্বকাপের আগে 'রিয়েলিটি চেক' দরকার ছিলো, বলছেন সাকিব
এশিয়া কাপের সুপার ফোরে প্রথম দুই ম্যাচে হেরে কার্যত শেষ হয়ে গেছে বাংলাদেশের ফাইনাল খেলার আশা। জটিল সব সমীকরণ মিলিয়ে সাকিবের দলকে যেতে হবে ফাইনালে, যা আপাতদৃষ্টিতে সম্ভব নয়।
পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে ভুগিয়েছে ব্যাটিং। বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক করলেও, ব্যাটসম্যানদের বেশিরভাগই ছিলেন নিষ্প্রভ।
ব্যাটিং নিয়ে নিজের উদ্বেগের কথা প্রকাশ করলেন অধিনায়ক সাকিব। জানালেন বিশ্বকাপের আগে এটি রিয়েলিটি চেকের মতোই, 'ব্যাটিং নিয়ে অবশ্যই চিন্তিত। বেশ কিছুদিন ধরেই আমরা ভালো ব্যাটিং করছি না। সে জায়গাগুলো দেখার এবং চিন্তা করার আছে। কীভাবে ঠিক করতে পারি। বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট খুবই কাজে দিয়েছে। রিয়েলিটি চেকটা দরকার ছিল আমাদের।'
বড় টুর্নামেন্টে বাংলাদেশের ব্যর্থতার কথা নিজেই বললেন সাকিব, ''দ্বিপাক্ষিক সিরিজে আমরা সবসময়ই ভালো খেলি। বলতে পারবেন না আমরা কখনো খারাপ দল ছিলাম। আমাদের বড় পরীক্ষাগুলো হয় এরকম বড় টুর্নামেন্টগুলোতে। যেখানে আমরা কখনোই আহামরি কিছু করি না।'
তামিম সরে দাঁড়ানোর পর সাকিব অধিনায়কত্ব পান এশিয়া কাপ ও বিশ্বকাপ পর্যন্ত। চার ম্যাচেই অধিনায়ক বুঝতে পেরেছেন সমস্যা এবং ঘাটতি গুলো। অক্টোবরে বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ আরও চারটি ওয়ানডে খেলবে। এশিয়া কাপের পরেই আছে ঘরের মাঠে নিউ জিল্যান্ড সিরিজ, সেখানে হবে পরীক্ষা-নিরীক্ষা।
দলের ব্যাটিং নিয়ে সাকিব আরো যোগ করেন, 'আমরা সবসময়ই প্রতিশ্রুতিশীল দল। গত ছয় মাসে আমাদের ব্যাটিং পারফরম্যান্স খারাপ হচ্ছে। ধারাবাহিকভাবেই নিচের দিকে যাচ্ছে। এটা নিয়ে কাজ করতে হবে।'