নিউজিল্যান্ডের বিপক্ষে দলে তামিম-মাহমুদউল্লাহ, নেতৃত্বে লিটন
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট কাটিয়ে দলে ফিরেছেন কিছুদিন আগে ওয়ানডের নেতৃত্ব ছাড়া তামিম ইকবাল। জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার।
অনেক পরিবর্তন এনে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। অধিনায়ক সাকিব আল হাসানসহ মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদকে বিশ্রাম দেওয়া হয়েছে।
দলে জায়গা হয়নি এশিয়া কাপ খেলে আসা নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব ও শামীম হোসেন পাটোয়ারীর। দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি ব্যাটসম্যান জাকির হাসান, পেসার খালেদ আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গা হয়েছে দলে।
গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, 'ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের কথা বিবেচনা করে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। ওটা অনেক বড় টুর্নামেন্ট, যেখানে ক্রিকেটারদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। বড় ইভেন্টের আগে নিউজিল্যান্ড সিরিজে আরও কিছু ক্রিকেটারদের যাচাই করে দেখেতে এটা আমাদের জন্য সুযোগ '
'অভিজ্ঞ ও তরুণদের মিশেলে দল গড়া হয়েছে, যেখানে জাকির, খালেদ ও রিশাদ আছে; কেবল তারাই এখনো ওয়ানডে খেলেনি। গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার খুব কাছে ছিল জাকির, কিন্তু দুর্ভাগ্যবসত চোটের কারণে হয়নি। খালেদ লিস্ট 'এ' ক্রিকেটে বেশ ভালো করেছে এবং রিশাদ থাকলে আমাদের বোলিং বিভাগের বৈচিত্র্য বাড়বে।' যোগ করেন প্রধান নির্বাচক।
১০ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজের সবগুলো ওয়ানডে মিরপুরে হবে। ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ খেলে বিশ্বকাপ মিশনে যাবে দলটি। বিশ্বকাপের দুই-একদিন পরই টেস্ট সিরিজ খেলতে আবার বাংলাদেশে আসবে নিউজিল্যািন্ড। ২৮ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ৬ ডিসেম্বর। এখনও ভেন্যু সম্পর্কে জানানো হয়নি।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হোসেন সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও খালেদ আহমেদ।