পঞ্চম বিশ্বকাপ খেলার উচ্ছ্বাস সাকিব-মুশফিকের, রোমাঞ্চে বাকিরা
দল গোছাতে ভালোই বেগ পাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশেষে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে পেরেছে। মঙ্গলবার বিজ্ঞপ্তি ছাড়াও নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে একটি ভিডিওর মাধ্যমে স্কোয়াড ঘোষণা করে বিসিবি। যেখানে কয়েক কথায় নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন ক্রিকেটাররা।
বিশ্বকাপ মিশনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাওয়া সাকিব আল হাসান বলেন, 'আমি সাকিব আল হাসান। পঞ্চমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবো আমি।' মুশফিকুর রহিমও পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, তিনি বলেন, 'আমি বাংলাদেশকে আগামী বিশ্বকাপে পঞ্চমবারের মতো প্রতিনিধিত্ব করবো ইনশা আল্লাহ। আমাদের দোয়া করুন, সঙ্গে থাকুন। '
লিটন কুমার দাসের রোমাঞ্চের শেষ নেই, 'দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। ' নাজমুল হোসেন শান্ত বলেন, 'বিশ্বকাপে খেলার অপেক্ষায় আছি।' প্রথম বিশ্বকাপ খেলার রোমাঞ্চে থাকা তাওহিদ হৃদয় বলেন, 'এটা আমার প্রথম বিশ্বকাপ হবে। চলো বাংলাদেশ।'
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অনুভূতি জানাতে গিয়ে বলেন, 'আমি বিশ্বকাপের জন্য প্রস্তুত।' পেস আক্রমণের সেরা অস্ত্র তাসকিন আহমেদের ভাষ্য, 'চলো বিশ্বকাপে গর্জন করি।' অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান বলেন, 'চলো বাংলাদেশ।' প্রথম বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে তরুণ পেসার হাসান মাহমুদ বলেন, 'আমার প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলতে আমি খুবই রোমাঞ্চিত।'
বাঁহাতি পেসার শরিফুল ইসলামেরও প্রথম বিশ্বকাপ, যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বলেন, 'আমার প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলব বলে খুবই রোমাঞ্চিত।' স্পিনার নাসুম আহমেদ বলেন, 'চলো বিশ্বকাপের জন্য গর্জন করি।' শেখ মেহেদি হাসানের ভাষায়, 'বিশ্বকাপে গর্জন করতে আমি প্রস্তুত।'
কিছুদিন আগে ওয়ানডে অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম বলেন, 'আমি প্রথমবার দেশকে ওয়ানডে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা নিয়ে খুবই রেমাঞ্চিত।' যুব দলে তার সতীর্থ পেসার তানজিম হাসান সাকিব বলেন, 'আমি দেশকে প্রথমবার বিশ্বকাপে প্রতিনিধিত্ব করব।'
বিশ্বকাপ দলে যার থাকা না থাকা নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেই মাহমুদউল্লাহ রিয়াদকে ভিডিও'র একেবারে শেষে দেখানো হয়। অভিজ্ঞ এই ক্রিকেটার তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, 'এই বিশ্বকাপে ইনশা আল্লাহ বিশেষ কিছু হবে।'