বিসিবি সভাপতির সাক্ষাৎকার দেওয়া কমানো উচিত বলে মনে করেন সাকিব
টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সমসাময়িক সব বিষয় নিয়ে কথা বলেছেন সাকিব আল হাসান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়েও প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
বাংলাদেশ দলের প্রায় সব বিষয়েই যে বিসিবি সভাপতির হস্তক্ষেপ রয়েছে, এটা সবারই জানা। সমসাময়িক আর কোনো দেশের ক্রিকেট বোর্ডপ্রধানকে দলের সঙ্গে এতোটা যুক্ত থাকতে দেখা যায় না।
দলের একজন সিনিয়র ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে বিসিবি সভাপতির এমন দল-সংশ্লিষ্টতা দীর্ঘ সময় কাছ থেকেই দেখেছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেট নিয়ে নানা সময়ে আলোচিত-সমালোচিত বোর্ডপ্রধানের এই তৎপরতাকে সাকিব কীভাবে নেন সেটি তাকে জিজ্ঞেস করা হয়।
তবে সাকিব বিতর্ক এড়ানোর চেয়ে প্রশ্নের জবাব দিয়েছেন নিজের মতো করেই। কোনো রাখঢাক রাখেননি তিনি। 'আমার সঙ্গে কখনো অস্বস্তির হয়নি। আমাদের মধ্যে বোঝাপড়া ভালো। আমি ওনাকে বুঝি। উনি আমাকে বোঝেন। আমাদের মধ্যে কথা হয়, এমন হলে ভালো হতো, অমন হলে ভালো হতো। যে আলোচনাটা হয়, ফলদায়ক হয়। আমার কাছে সমস্যা হয়নি কখনো।'
সাকিবের ক্যারিয়ারে তিনি বোর্ড প্রধান হিসেবে পেয়েছেন আরো একজনকে। সাবেক সভাপতি মোস্তফা কামালের কথাও বললেন বাংলাদেশ অধিনায়ক, 'আমি যাঁদের বোর্ড সভাপতি হিসেবে পেয়েছি, বেশির ভাগ সময়ই এমন ছিল। কামাল ভাইও দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। হয়তো তখন এত মিডিয়া ছিল না, উনি হয়তো মিডিয়াতে অত কথা বলেন নাই। যে কারণে জানা যেত না। কিন্তু দলে কী হচ্ছে, এসবে উনিও জড়িত ছিলেন। আর পাপন ভাই যেটাকে বলে ইন হ্যান্ডস জড়িত। অনেক বেশি যুক্ত। এমন বোর্ড প্রেসিডেন্ট পাওয়াও কঠিন।'
নাজমুল হাসান পাপনের প্রশংসার পাশপাশি তার একটি খারাপ দিক বেছে নিতে বলা হয় সাকিবকে। এই অলরাউন্ডার হাসতে হাসতে জবাব দেন, 'মে বি ইন্টারভিউ কম দিলে ভালো হয়।'