ভারতের কাছে হেরে সোনা জয়ের আশা শেষ বাংলাদেশের
সোনা জয়ের আশা নিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে হারতে হারতে জিতলেও, সেমিফাইনালে শেষরক্ষা হলো না।
এশিয়ান গেমস ক্রিকেটের সেমি-ফাইনালে ভারতের কাছে হেরে সোনা জয়ের আশা শেষ হয়ে গেছে সাইফদের। কঠিন উইকেট আর শক্তিশালী প্রতিপক্ষের সামনে ধ্বসে পড়া বাংলাদেশ এখন সর্বোচ্চ ব্রোঞ্জ জিততে পারবে।
ভারতের কাছে বাংলাদেশ হেরেছে ৯ উইকেটে। আগে ব্যাট করে বাংলাদেশের করা ৯ উইকেটে ৯৬ রান ভারত টপকে গেছে ৬৪ বল হাতে রেখেই।
ব্যাটিংয়ে ধুঁকতে থাকা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৪ রান সংগ্রহ করেছেন জাকির আলী। এছাড়া ইমন করেন ৩২ বলে ২৩ রান। এই রান এক উইকেট হারিয়ে টপকে যায় ভারত। জয়সওয়াল শূন্য রানে ফিরে গেলেও দ্বিতীয় উইকেট জুটিতে গাওকোয়াড় আর তিলক ভার্মার ৯৭ রানের জুটিতে মাত্র ৯.২ ওভারেই ম্যাচ জেতে ভারত।
তিলক অপরাজিত থাকেন ২৬ বলে ৫৫ রান। আর গায়কোয়াড় অপরাজিত ছিলেন ২৬ বলে ৪০ রান করে।
সোনা জয়ের লক্ষ্য নিয়ে চীনে যাওয়া সাইফ হাসানের দলকে এখন খেলতে হবে ব্রোঞ্জের জন্য। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এই ম্যাচে হেরে যাওয়া দলের সঙ্গে ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল।