১২৮ বছর পর অলিম্পিকে ফেরার পথে ক্রিকেট
১২৮ বছর পর অলিম্পিকে ফিরতে যাচ্ছে ক্রিকেট। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও অলিম্পিক কমিটির সঙ্গে আইসিসির আলোচনা ইতিবাচক বলেই জানা গেছে।
২০২৮ লস এঞ্জেলেস অলিম্পিকেই ক্রিকেট ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ক্রিকেট খেলা অন্তর্ভুক্ত ছিলো।
১৪ ও ১৫ অক্টোবর ভারতের মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ডের সভায় হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ক্রিকেটের অন্তর্ভুক্তি নিশ্চিত হলে ১২৮ বছর পর অলিম্পিকে ফিরবে খেলাটি।
২০২৮ অলিম্পিক কর্তৃপক্ষ এলএ ২৮-এর এক সংবাদ বিজ্ঞপ্তিই অলিম্পিকে ক্রিকেট ফেরানোর আশা দেখাচ্ছে। ক্রিকেট, বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ—পাঁচটি খেলাকে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভুক্তির জন্য বিবেচনা করার কথা জানানো হয়েছে এই সংবাদ বিজ্ঞপ্তিতে।
শেষ পর্যন্ত ক্রিকেট অন্তর্ভুক্ত হলে সেটি হবে টি-টোয়েন্টি সংস্করণে। নারী-পুরুষ দুই বিভাগেই ছয়টি করে দল সুযোগ পাবে খেলার। একটি নির্ধারিত সময়ে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ছয়টি দল পাবে সেই অলিম্পিকে খেলার সুযোগ।