কনওয়েকে ফিরিয়ে ডোনাল্ডকে ছাড়িয়ে গেলেন সাকিব
ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে না পারলেও বল হাতে শুরুটা দারুণ হয় বাংলাদেশের। তৃতীয় ওভারেই নিউজিল্যান্ডের ওপেনার রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। কিন্তু ভালো শুরুর সুবিধা নিয়ে কিউইদের চেপে ধরতে পারেনি বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতিতে লাগাম দিয়ে রাখলেও উইকেটের দেখা মিলছিল না।
অবশেষে উইকেট এনে দিলেন সাকিব আল হাসান, বাংলাদেশ অধিনায়কের শিকার ৪৫ রান করা ডেভন কনওয়ে। বিশ্বকাপে এটা তার ৩৯তম উইকেট। এই উইকেটে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অ্যালান ডোনাল্ড ছাড়িয়ে গেছেন সাকিব। তার সামনে এখন ৪০ উইকেট পাওয়া দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির।
পরের বলেই ড্যারিল মিচেলের উইকেট পেতে পারতেন সাকিব। কিন্তু তার বলে তোলা মিচেলের ক্যাচ সীমানায় থাকা মাহমুদউল্লাহ রিয়াদ নিতে পারেননি। বল ধরে সীমানার বাইরে পড়ে যান তিনি। ২১ ওভার শেষে ২ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ১০০ রান। ওচোট কাটিয়ে সাত মাস পর ফেরা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ৩১ ও মিচেল ৭ রানে ব্যাটিং করছেন।
শুরুতেই আঘাত হানলেন মুস্তাফিজ
নিউজিল্যান্ডকে ২৪৬ রানের লক্ষ্য দিয়ে বল হাতে শুরুতেই আঘাত হানলো বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই কিউই ওপেনার রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসারের দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন ৯ রান করা রবীন্দ্র। বিশ্বকাপে এটা মুস্তাফিজের ২২তম উইকেট।
৪ ওভার শেষে এক উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৪ রান। ডেভন কনওয়ে ৪ ও অধিনায়ক কেন উইলিয়ামসন শূন্য রানে ব্যাটিং করছেন। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন উইলিয়ামসন।