৪২৭ রান করে আর্জেন্টিনার বিশ্ব রেকর্ড, আরও রেকর্ডের ছড়াছড়ি
ক্রিকেটের প্রসারে এর আগে একসঙ্গে বেশ কিছু দেশকে টি-টোয়েন্টি স্বীকৃতি দেয় আইসিসি। এর মধ্যে অনেক দেশ ক্রিকেটে একেবারেই নবীন, এসব দলের প্রতিটা ম্যাচই আন্তর্জাতিক। একসঙ্গে অনেকগুলো দেশ টি-টোয়েন্টি স্বীকৃতি পাওয়ার পর থেকে এই ফরম্যাটে অনেক রেকর্ড হয়ে আসছে। এবার আর্জেন্টিনা এমন কয়েকটি রেকর্ড গড়লো, যা টি-টোয়েন্টি ক্রিকেটে আগে দেখা যায়নি।
সংক্ষিপ্ত এই ফরম্যাটের ইতিহাসের প্রথম দল হিসেবে ৪০০'র বেশি রান করলো লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার নারী ক্রিকেট দল। শনিবার বুয়েন্স এইরেসে চিলির বিপক্ষে খেলতে নামে তারা। আগে ব্যাটিং করতে নামা আর্জেন্টিনা ২০ ওভারে ১ উইকেটে ৪২৭ রান তোলে। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড।
রেকর্ডটি ছিল বাহরাইনের দখলে। ২০২২ সালের মার্চে সৌদি আরবের বিপক্ষে ১ উইকেটে ৩১৮ রান করে তারা, এতোদিন এটাই ছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড। দেড় বছরের মাথায় ৪০০ ছাড়ানো সংগ্রহ গড়ে রেকর্ডটি নিজেদের করে নিল ফুটবলের দেশ আর্জেন্টিনা। ৩১৪ রান করে পুরুষদের টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ডটি দখলে রেখেছে এশিয়ার দেশ নেপাল।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড গড়ার দিনে সবচেয়ে বড় জয় তুলে নেওয়ার রেকর্ডও গড়েছে আজেন্টিনা। রান পাহাড় গড়ে পরে চিলিকে ১৫ ওভারে মাত্র ৬৩ রানে অলআউট করে দেয় তারা। মেলে ২৬৪ রানের বিশাল জয়, এটাও বিশ্ব রেকর্ড। দ্বিতীয় দল হিসেবে তিনশ'র বেশি রানের ব্যবধানে জিতলো তারা। মালির বিপক্ষে ৩০৪ রানে জিতে রেকর্ড গড়েছিল উগান্ডা।
আর্জেন্টিনার দুটি বিশ্ব রেকর্ড গড়ার ম্যাচে আরও অনেক রেকর্ড হয়েছে, যা স্বীকৃতি টি-টোয়েন্টিতে প্রথম। আর্জেন্টিনার দুই ওপেনারই সেঞ্চুরি করেছেন। ৮৪ বলে ১৬৯ রান করেছেন লুসিয়া টেলর, মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। আরেক ওপেনার আলবার্তিনা গালান ৮৪ বলে করেন অপরাজিত ১৪৫ রান।
উদ্বোধনী জুটিতে ৩৫০ রান যোগ করেন এ দুজন, যেকোনো উইকেটে এটা সর্বোচ্চ রানের জুটি। আগের সর্বোচ্চ রানের জুটি ইন্দোনেশিয়ার, ২৫৭ রানের। রান পাহাড় গড়লেও আর্জেন্টিনার ইনিংসে নেই কোনো ছক্কা, চার মেরেছে ৫৭টি। এক ইনিংসে এটা সর্বোচ্চ চারের রেকর্ড। এতোদিন রেকর্ডটি ছিল বাহরাইনের দখলে, সৌদি আরবের বিপক্ষে ৫০টি চার মেরেছিল তারা।
রেকর্ড ব্যবধানে হারা চিলি ৬৪টি নো বল করাসহ অতিরিক্ত রান দিয়েছে ৭৩। নারী ও পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ নো বল ও অতিরিক্ত রান দেওয়ায় দুটিই বিশ্ব রেকর্ড। এক ওভারে ১৭টি নো বলসহ ৫২ রান খরচা করেছেন চিলির ফ্লোরেন্সিয়া মার্তিনেস, টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ রানের ওভার। চার ওভারে ৯২ রান দিয়েছেন কন্সতান্সা ওইয়ারসে, টি-টোয়েন্টিতে এটা সবচেয়ে খরুচে বোলিং। এই ম্যাচেই ৩ ওভারে ৮৩ রান দেওয়া এমিলিয়া তোরোর স্পেলটি দুই নম্বরে।