এক হাজার গোল করার বাজি ধরেছেন রোনালদো
বয়স এখন ৩৮, আর চার মাস পেরোলেই যা দাঁড়াবে ৩৯ এ। এই বয়স তো বটেই, তার আগেই বেশিরভাগ ফুটবলারই যেখানে নিজের বুটজোড়া তুলে রাখেন, সেখানে ব্যতিক্রম ক্রিশ্চিয়ানো রোনালদো।
শুধু খেলেই যাচ্ছেন না, দোর্দন্ড প্রতাপে এখনও ব্যবধান গড়ে দিচ্ছেন। বিশ্বকাপের পর জাতীয় দল পর্তুগালের হয়ে খেলা ছয় ম্যাচে করেছেন সাত গোল। যার মধ্যে দুটি এসেছে সর্বশেষ ম্যাচে, স্লোভাকিয়ার বিপক্ষে।
এই ম্যাচে জিতে ২০২৪ ইউরো খেলা নিশ্চিত করেছে পর্তুগাল। জাতীয় দলের হয়ে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২৫ এ। সবমিলিয়ে ক্যারিয়ারে ৮৫৭ গোল করেছেন সিআর সেভেন। শুধু জাতীয় দলের জার্সিতেই নয়, সৌদি প্রো লিগে আল-নাসেরের হয়েও দারুণ ছন্দে আছেন রোনালদো।
চলতি মৌসুমে দলটির হয়ে ১১ ম্যাচে ১১ গোল করেছেন। এখন ২০২৭ পর্যন্ত ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর কথাও শোনা যাচ্ছে। রোনালদো অবশ্য এতেই সন্তুষ্ট হচ্ছেন না। নিজের ক্যারিয়ারকে আরও লম্বা করে ছুঁতে চান ১ হাজার গোলের মাইলফলকও। এমনকি এ নিয়ে তিনি মজা করে একটি বাজিও ধরেছেন।
রোনালদো বাজিটি ধরেছেন এফসি পোর্তোর প্রেসিডেন্ট হোর্হে নুনো পিন্তোর সঙ্গে। রোনালদো ক্যারিয়ারে এক হাজার গোল করার বাজি ধরতে চান কি না, পিন্তো সেটি জানতে চেয়েছিলেন। পর্তুগিজ মহাতারকা সাথেসাথেই চ্যালেঞ্জটি গ্রহণ করেন।
আলাপে রোনালদো পিন্তোকে বলেছেন, 'এটা বেশ কঠিন। তবে এটা আমার মানসিকতার ব্যাপার এবং আমার জন্য অনুপ্রেরণারও। আমার শরীর যদি আমি যেমন চাই তেমন আচরণ করে, তাহলে দেখা যাক। ছোট ছোট ধাপেই আমাকে সেখানে পৌঁছাতে হবে। ১ হাজার গোলের লক্ষ্য অর্জন করতে আমাকে আগে ৯০০ গোল করতে হবে। আমার মনে হয় সে লক্ষ্যে আমি পৌঁছাতে পারব।'