অস্ত্রোপচার করাতে হবে নেইমারের, শঙ্কায় ২০২৪ কোপা আমেরিকা খেলা
বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরেছে ব্রাজিল। হেরে যতটা না ক্ষতি হয়েছে সেলেকাওদের, তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে নেইমারকে হারিয়ে।
ম্যাচের ৪৪ মিনিটে হাঁটুর চোটে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার। জানা গেছে, অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়েছেন তিনি। সেরে উঠতে অস্ত্রোপচার করতে হবে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে। আর এর দরুন এই মৌসুমে আর মাঠে নাও দেখা যেতে পারে তাকে।
শুধু তাই নয়, ২০২৪ সালের কোপা আমেরিকায় খেলাও এখন শঙ্কার মুখে নেইমারের। এ ধরনের অস্ত্রোপচার থেকে সেরে উঠতে আট থেকে দশ মাসের মতো সময় প্রয়োজন। কোপা আমেরিকায় খেলতে হলে মিরাকলের আশাই করতে হবে ব্রাজিল তারকাকে।
ব্রাজিলিয়া ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানায়, অস্ত্রোপচার করানো হবে নেইমারের। তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি। উল্লেখ্য, সদ্যই চার মাসের চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন নেইমার। দুর্ভাগ্যই তার, আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে ৩১ বছর বয়সী আল-হিলাল ফরোয়ার্ডকে।