শুভমানকে ফেরালেন মিরাজ
রোহিত শর্মাকে হাসান মাহমুদ ফেরানোর পর ভারতের ইনিংসে আঘাত হানলেন মেহেদী হাসান মিরাজ। তার শিকার ভারতের আরেক ওপেনার শুভমান গিল। বাউন্ডারি লাইনে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়ার আগে ৫৫ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
লেগ স্টাম্পের ওপরে করা মিরাজের ফুলার ডেলিভারি তুলে মারেন শুভমান। বাউন্ডারি রোপের একেবারে কাছ থেকে দারুণভাবে শরীরের ভারসাম্য ঠিক রেখে দৃষ্টিনন্দন ক্যাচ নেন মাহমুদউল্লাহ। ২২ ওভার শেষে ২ উইকেটে ভারতের সংগ্রহ ১৪৬ রান। বিরাট কোহলি ৩৭ ও শ্রেয়াস আইয়ার ৬ রানে ব্যাটিং করছেন।
রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙলেন হাসান
দাপুটে শুরুর পর বাংলাদেশের বোলারদের শাসন করে খেলে যাচ্ছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ১২.৩ ওভারে স্কোরকার্ডে ৮৮ রান যোগ করেন এ দুজন। অবশেষে এই জুটি ভাঙতে পারলো বাংলাদেশ। ১৩তম ওভারে ছক্কা খাওয়ার পরের বলেই রোহিতকে ফেরালেন তাসকিন আহমেদের জায়গায় এই ম্যাচে সুযোগ পাওয়া হাসান মাহমুদ।
ছক্কা হজম করার করার পরও আরেকটি শর্ট বল দেন হাসান, এবারও একইভাবে ব্যাট চালান পুল শটে মুড়ি মুড়কির মতো ছক্কা মারা রোহিত। কিন্তু এবার বল সীমানা ছাড়া হয়নি, তাওহিদ হৃদয়ের হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক। ৪০ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৪৮ রান করেন তিনি। ১৭ ওভার শেষে ১ উইকেটে ভারতের সংগ্রহ ১২২ রান। শুভমান ৪৭ ও বিরাট কোহলি ২৫ রানে ব্যাটিং করছেন।