সামনে আরও ভালো খেলার আশা শান্তর
আফগানিস্তানের সঙ্গে জয়ের পর টানা তিন ম্যাচে বড় হারের বৃত্তে বন্দী বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটের কারণে খেলতে পারেননি ভারতের বিপক্ষে। ভালো শুরু পেয়েও সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন ব্যাটসম্যানরা।
সবমিলিয়ে এমন হারে হতাশ দলের সবাই। সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা নাজমুল হাসান শান্তও ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই বড় করে দেখছেন। তবে শান্ত মনে করেন, সামনের ম্যাচ থেকে আরো ভালো খেলবে বাংলাদেশ দল।
স্বাগতিক ও টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতের কাছে হারে লজ্জা নেই, কিন্তু হারের ধরনে হতাশ বাংলাদেশ সমর্থকরা। তানজিদ হাসান তামিম ও লিটন দাসের দুর্দান্ত শুরুর পরেও সেটি ধরে রাখতে পারেননি বাকি ব্যাটসম্যানরা।
শান্ত দায়টা দিলেন তাদেরকেই, 'আমার মনে হয়, আমরা ভালো ব্যাটিং করিনি। আশা করি সামনে আমরা সামনে ভালো খেলব। তানজিদ ভালো ব্যাটিং করেছে, পেসাররাও ভালো খেলেছে। আমরাই ভালো ফিনিশিং দিতে পারিনি।'
দারুণ খেলতে থাকা লিটন দাস ঝুঁকিপূর্ণ শট খেলে আউট হয়েছেন ৬৬ রান করে। এই ওপেনার আর কিছুক্ষণ ক্রিজে থাকলে খেলা অন্যরকম হতে পারতো বলে মতামত শান্তর, 'যদি লিটন যদি আরও লম্বা সময় ব্যাটিং করত তাহলে আমরা আরও বড় রান করতে পারতাম। আশা করি ব্যাটসম্যানরা পরের ম্যাচে আরও দায়িত্ব নিয়ে খেলবে।'