নাহিদার স্পিন জাদুতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের মেয়েদের পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
লক্ষ্য ছোট হলেও সেটি টপকে যেতে ইনিংসের শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে বাংলাদেশের মেয়েদের। তাতে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয় খেলায়। শেষ পর্যন্ত স্নায়ুর পরীক্ষায় পাশ করে জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল।
ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। নাহিদা আক্তারের দুর্দান্ত বোলিংয়ে দাঁড়াতে পারেনি পাকিস্তান। ১৯.৪ ওভার খেলে ৮২ রানে অলআউট হয় তারা। সর্বোচ্চ ২০ রান করেন বিসমাহ মারুফ। বাংলাদেশের হয়ে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার মাত্র আট রান দিয়ে পাঁচটি উইকেট নেন।
৮৩ রানের ছোট লক্ষ্য বাংলাদেশকে খেলতে হয়েছে ১৯.৩ ওভার পর্যন্ত। ওপেনার মুর্শিদা খাতুনের ২৩, অধিনায়ক জ্যোতির অপরাজিত ২৮ বলে ২৬ রান জয়ের বন্দরে পৌঁছে দেয় স্বাগতিক বাংলাদেশকে।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৭ তারিখে একই ভেন্যুতে মুখোমুখি হবে দুই দল।