সহজ জয়ে আশা বাঁচিয়ে রাখল শ্রীলঙ্কা, হেরে খাদের কিনারায় ইংল্যান্ড
টিকে থাকার লড়াইয়ে ইংল্যান্ড উড়িয়ে নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। বেঙ্গালুরুতে বিশ্বচ্যাম্পিয়নদের আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা। অপরদিকে এই হারে সেমিফাইনালে খেলার আশা কার্যত শেষ ইংল্যান্ডের।
পাঁচ ম্যাচ খেলে দ্বিতীয় জয়ের দেখা পেল শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসকে আগের ম্যাচে হারানোর পর এটি তাদের টানা দ্বিতীয় জয়। অপরদিকে পাঁচ ম্যাচে এটি ইংল্যান্ডের চতুর্থ হার।
ইংল্যান্ডের দেওয়া মাত্র ১৫৭ রানের লক্ষ্য ২৫.৪ ওভার খেলেই টপকে গেছে শ্রীলঙ্কা। যদিও ২৩ রানে দুই উইকেট হারিয়ে একটু চাপে পড়েছিল তারা। তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন ১৩৭ রানের জুটি গড়ে লঙ্কানদের জয়ের বন্দরে পৌঁছে দেন নিশাঙ্কা ও সামারাবিকরামা।
৮৩ বলে সাত চার ও দুই ছয়ে ৭৭ রানে অপরাজিত থাকেন নিশাঙ্কা, ৫৪ বলে সাত চার ও এক ছয়ে ৬৫ রান নিয়ে অপরাজিত থাকেন সামারাবিকরামা। ইংল্যান্ডের হয়ে দুটি উইকেটই নেন ডেভিড উইলি।
এর আগে টসে জিতে বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে ব্যর্থ হয় ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা।
বেঙ্গালুরুর ব্যাটিং উইকেটেও ধ্বস নেমেছে ইংল্যান্ডের ব্যাটিংয়ে। টসে জিতে জস বাটলারের ব্যাট করার সিদ্ধান্ত প্রথমে ঠিকই মনে হচ্ছিল। ভালো শুরু করেছিলেন জনি বেয়ারস্টো এবং ডেভিড মালান।
মালান ফিরে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শ্রীলঙ্কাও বোলিং করেছে দুর্দান্ত। লাহিরু কুমারা নিয়েছেন তিনটি উইকেট, ম্যাথিউস ও রাজিথা নিয়েছেন দুটি করে উইকেট।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেছেন স্টোকস, বেয়ারস্টো ৩০ ও মালান করেছেন ২৮ রান।