দুয়োধ্বনি শুনে সাকিব বললেন, ‘আমরা এটা ডিজার্ভ করি’
বাংলাদেশের হার তখন প্রায় নিশ্চিত, শেষ দিকে দলের হয়ে ব্যাট চালাচ্ছেন দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। এমন সময়ে গ্যালারিতে টিভি ক্যামেরায় ধরা পড়লো একটি প্ল্যাকার্ড। তাতে ইংরেজিতে লেখা, 'আওয়ার এইম ইজ নেক্সট ওয়ার্ল্ড কাপ।' কোনো এক নির্দিষ্ট বিষয়ে বেশ আগে এই মন্তব্যটি করেছিলেন, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এবারের বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সের পর এটাকে সামনে নিয়ে এসেছেন বাংলাদেশের ক্ষুব্ধ সমর্থকরা।
কেবল এই প্ল্যাকার্ড নয়, কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে আউট হয়ে সাজঘরে ফেরার সময় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে 'ভুয়া, ভুয়া' দুয়োধ্বনি শুনতে হয়। পরে পুরো বাংলাদেশ দলকেই দুয়ো দিতে থাকেন ইডেনে খেলা দেখতে আসা বাংলাদেশি ভক্তরা।
এই অভিজ্ঞতা অবশ্য কদিন আগে মিরপুরেও হয় সাকিবের। শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলন করে বের হওয়ার পথে তাকে উদ্দেশ্য করে 'ভুয়া, ভুয়া' চিৎকার করেন ক্রিকেট সমর্থকরা। বিশ্বসেরা অলরাউন্ডার হয়েও দুয়োধ্বনি শুনতে হচ্ছে, কীভাবে দেখছেন বিষয়টি? ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব জানালেন, এটা হতাশাজনক। তবে পারফরম্যান্স বিবেচনায় তারা এটার প্রাপ্য।
বাংলাদেশ দল নিয়ে ভক্ত-সমর্থকদের আবেগ বুঝতে পারেন সাকিব। এ কারণেই তাদের ক্ষোভ প্রকাশ করা নিয়ে অভিযোগ নেই তার। বাংলাদেশ অধিনায়ক বলেন, 'হতাশাজনক। কিন্তু তারা আসলে প্রত্যাশাও করে ভালো কিছু। স্বাভাবিকভাবে সেটা না হলে তাদেরও অধিকার আছে তাদের মতো করে বলার। তাদের ক্ষেত্রে কোনো অভিযোগ নেই। আমি মনে করি যেভাবে আমরা খেলেছি, সেটা আমরা ডিজার্ভ করি।'
২৪ বছরের পথচলায় বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য চারটি আসরে তিনটি করে ম্যাচ জেতা। সেমি-ফাইনাল খেলতে কী করতে হবে বাংলাদেশকে? জবাবে সাকিব বললেন, 'এটা তো বলা মুশকিল। আপনি ভুল মানুষকে হয়তো প্রশ্ন করেছেন। আমার জায়গা থেকে যদি বলি, অনেক কিছু বদলালে হয়তো পরিবর্তনটা আসবে। কিন্তু এখন আসলে এগুলো বলার সময় না। যেটা আপনি বললেন ২৪ বছরে সেমি-ফাইনালে খেলতে পারিনি। অন্তত আমাদের দেশের মানুষরা যেভাবে ক্রিকেটটা পছন্দ করে, সবাই ক্রিকেটের প্রতি যেভাবে ফোকাস করে থাকে, আমাদের আরও ভালো করা উচিত ছিল।