হাই ভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাটিংয়ে কোহলিরা
বিশ্বকাপে দুই দলই দুর্বার গতিতে ছুটছে। আয়োজক ভারত এখনও অপরাজেয়, সাত ম্যাচের সবকটিতে জিতেছে রোহিত শর্মার দল। অন্যদিকে প্রায় সব ম্যাচেই রানের বন্যা বইয়ে আসা দক্ষিণ আফ্রিকা সাত ম্যাচের ৬টিতে জিতেছে। ইতোমধ্যে সেমি-ফাইনাল নিশ্চিত করা দল দুটি আজ মুখোমুখি হচ্ছে।
হাই ভোল্টেজ এই ম্যাচে টস ভাগ্য পক্ষে গেছে ভারতের। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে।
দক্ষিণ আফ্রিকার একাদশে একটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন পেসার জেরাল্ড কোয়েটজা, তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে বাঁহাতি রিস্ট স্পিনার তাবরাইজ শামসিকে। অপ্রতিরোধ্য ভারত একাদশে কোনো পরিবর্তন আনেনি। টসের সময় রোহিত জানিয়েছেন, সবকিছু ঠিকমতো হওয়ায় পরিবর্তনের প্রয়োজন দেখছেন না তারা।
১৯৯২ থেকে এখন পর্যন্ত বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারতের জয় দুটি ম্যাচে, প্রোটিয়ারা জিতেছে তিনটি ম্যাচ। সর্বশেষ দুই সাক্ষাতেই জিতেছে ভারত। বিশ্বকাপের মতো এই ফরম্যাটেও এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ৯০ ম্যাচের ৫০টিতে জিতেছে তারা, ভারতের জয় ৩৭ ম্যাচে। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও তাবরাইজ শামসি।