দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হলো আফগানদের
একটা পর্যায়ে বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলার আশা জাগিয়েছিল আফগানিস্তান। সেটি আর শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তবে মাথা উঁচু করেই বিদায় নিচ্ছে আফগানিস্তান।
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাঁচ উইকেটে হেরেছে হাসমতউল্লাহ শহিদির দল। নয় ম্যাচে চার জয় ও পাঁচ হারে পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে আছে তারা। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাও নিশ্চিত করেছে আফগানিস্তান।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আফগানদের দেওয়া ২৪৫ রানের মাঝারি লক্ষ্য সহজেই তাড়া করেছে দক্ষিণ আফ্রিকা। দেখেশুনে খেলে ১৫ বল বাকি থাকতে পাঁচ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা।
৯৫ বলে ছয় চার ও এক ছয়ে ৭৬ রান করে অপরাজিত ছিলেন ভ্যান ডুসেন। ৪১ রান করেছেন কুইন্টন ডি কক। এছাড়া ৩৭ বলে এক চার ও তিন ছয়ে ৩৯ রান করে অপরাজিত ছিলেন ফেকায়ো। আফগানদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী ও রশিদ খান।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভার খেলে সবগুলো উইকেট হারিয়ে ২৪৪ রান করে আফগানিস্তান। দ্বিতীয় আফগান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করা থেকে মাত্র তিন রান দূরে ছিলেন আজমতউল্লাহ ওমরজাই। ১০৭ বলে সাত চার ও তিন ছয়ে ৯৭ রান করে অপরাজিত থাকেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৪ রান দিয়ে চারটি উইকেট নেন জেরার্ল্ড কোয়েটজে।
দ্বিতীয় সেমি-ফাইনালে ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা৷ অজিরা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল খেলবে বাংলাদেশের বিপক্ষে।