আগামী আইপিএলে খেলবেন না স্টোকস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরে খেলবেন না ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও ফিটনেসে নজর দিতে আসরটি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এটা জানিয়েছে আইপিএলে স্টোকসের দল চেন্নাই সুপার কিংস।
আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা বিবৃতিতে লিখেছে, 'ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক, অলরাউন্ডার বেন স্টোকস তার ওয়ার্কলোড ও ফিটনেসের দিকে নজর দিতে ২০২৪ সালের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। ৩২ বছর বয়সী স্টোকস ২০২৩ সালের সফল আইপিএলের আগে সুপার কিংসের অংশ হয়।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, '২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয় সে, যেটার জন্য অবসর থেকে ফিরে আসে। আইপিএলের আগে ইংল্যান্ড ৫ টেস্টের সিরিজ খেলবে, এরপর ২০২৪ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। এর আগে বেনের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে নজর দেওয়ার সিদ্ধান্তকে চেন্নাই সুপার কিংস সমর্থন করে।'
গত আইপিএলে শিরোপা জেতে চেন্নাই, যার অংশ ছিলেন স্টোকস। যদিও ১৬ কোটি ২৫ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়ে খুব একটা লাভ হয়নি ফ্র্যাঞ্চাইজিটির। হাঁটুর চোটের কারণে বেশি ম্যাচ খেলা হয়নি তার। চেন্নাইয়ের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেন স্টোকস।
হাঁটুতে অস্ত্রোপচার করানোর কথা জানানো স্টোকস গত আগস্টে অবসর ভেঙে ওয়ানডেতে ফেরেন। দল তাকে বিশ্বকাপ মিশনে চাওয়ায় অধিনায়ক জস বাটলারের অনুরোধে এই সিদ্ধান্ত নেন তিনি। চরম হতাশার পারফরম্যান্সে ইংল্যান্ড এবার সাত নম্বর দল হিসেবে বিশ্বকাপ শেষ করে।
তবে স্টোকস ব্যাট হাতে খারাপ করেননি। ভিন্ন একটি চোটে সব ম্যাচ খেলতে না পারা অভিজ্ঞ এই অলরাউন্ডার ৬ ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিসহ ৫০.৬৬ গড়ে ৩০৪ রান করেন, যা ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।