সাকিব, লিটন, মুস্তাফিজকে ছেড়ে দিল তাদের আইপিএলের দল
বিশ্বকাপ শেষ হতে না হতেই বেজে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের দামামা। ফ্র্যাঞ্চাইজিগুলো ইতোমধ্যেই দল গোছানো শুরু করে দিয়েছে। এরই অংশ হিসেবে অনেকেই পুরনো খেলোয়াড়কে ধরে রাখছে কিংবা ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার তালিকায় আছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান।
গত আইপিএলে সাকিব ও লিটনকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। আগামী মৌসুমের আগে বাংলাদেশের এই দুই ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে আসরটির দুইবারের চ্যাম্পিয়নরা। মুস্তাফিজকেও ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের পরের আসরে খেলতে নিলামে নাম দিতে হবে তাদেরকে।
আগামী বছরের আইপিএলের খেলোয়াড় নিলাম এ বছরই হয়ে যাবে। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির সবচেয়ে জমজমাট এই টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম আগামী মাসে দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এর আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষ দিন ছিল আজ। এ ছাড়া গত কয়েক দিনে সরাসরি চুক্তিতেও ক্রিকেটার কিনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
১ কোটি ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে গত আইপিএলে সাকিবকে দলে ভেড়ায় কলকাতা। যদিও দলটির হয়ে কোনো ম্যাচ খেলা হয়নি তার। জাতীয় দলের ব্যস্ত সূচি থাকায় আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। কলকাতার হয়ে দুটি ম্যাচ খেলেন লিটন। দিল্লি হয়ে মুস্তাফিজও দুই ম্যাচে খেলা সুযোগ পান।
কেবল সাকিব, লিটনই নয়; আরও ১০জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা। তারা হলেন টিম সাউদি, লকি ফার্গুসন, শার্দূল ঠাকুর, ডেভিড ভিসা, নারায়ন জাগাদেসান, মানদীপ সিং, কুলবান্ত খেজরোলিয়া, উমেশ যাদব, জনসন চার্লস ও আরিয়া দেশাই।। ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল, সুনীল নারাইনসহ শ্রেয়াস আইয়ার, রহমানউল্লাহ গুরবাজ, জেসন রয়কে রেখে দিয়েছে কলকাতা।