আর্জেন্টিনায় ফুটবলারকে ছুরিকাঘাত করলেন রেফারি
লাতিন আমেরিকায় এখন ফুটবল মানেই যেন বিশৃঙ্খলা। কদিন আগেই বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে মারাকানা স্টেডিয়ামের গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদের পিটিয়েছে ব্রাজিলের পুলিশ। অন্যদিকে পেরুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভেনেজুয়েলার ফুটবলারদের অপরহরণ করার।
এবার আর্জেন্টিনার নিচু স্তরের এক ফুটবল লিগে এক ফুটবলারকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। যিনি ছুরি মেরেছেন, তিনি ছিলেন ম্যাচ রেফারি! অর্থাৎ, যার কাছে ফুটবলারদের নিরাপত্তাই আগে হওয়ার কথা, সেই তিনিই অবতীর্ণ হয়েছেন খলনায়কের ভূমিকায়।
আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মিশনস প্রদেশে রেমিগিও আর্মোয়া নামে এক রেফারির সঙ্গে বাকবিতন্ডার পর তাকে ঘিরে ধরেন খেলোয়াড়রা। কথাকাটির এক পর্যায়ে রেফারি ছুরি বের করে এক ফুটবলারের বুকে ছুরি বসিয়ে দেন।
ঘটনাস্থলেই সেই ফুটবলার জ্ঞান হারান এবং সতীর্থরা তাকে মাঠ থেকে উঠিয়ে নেন। স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, ছুরিকাহত হওয়া ফুটবলারের নাম নাম কেভিন এ।
তার ফুসফুস ছিদ্র হয়ে গেছে। তবে মেডিকেল টিম যথাসময়ে ব্যবস্থা নেওয়ায় ফুটবলার এখন আশংকামুক্ত। এদিকে গ্রেপ্তার করা হয়েছে সেই রেফারিকে।