দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে আন্দ্রে রাসেল
ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৫ বছর পর ঘরের মাটিতে ইংলিশদের বিপক্ষে সিরিজ জিতলো তারা। লড়াই এবার টি-টোয়েন্টিতে, সংক্ষিপ্ত এই ফরম্যাটে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। আর এই সিরিজে বিশেষ চমক রেখেছে স্বাগতিকরা, দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে।
টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়কত্ব দেওয়া হয়েছে রভম্যান পাওয়েলকে। এই দলে জায়গা হয়েছে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ানো রাসেলের। দীর্ঘ ২ বছর পর জাতীয় দলে ডাক পেলেন বিস্ফোরক এই অলরাউন্ডার।
সর্বশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেন রাসেল। ব্যাটে-বলে বড় ভূমিকা পালন করতে পারবেন, এমন বিশ্বাস থেকে তাকে দলে ভিড়িয়েছেন নির্বাচকরা। রাসেলের চেয়েও লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন শেরফেন রাদারফোর্ড। সর্বশেষ ২০২০ সালের জানুয়ারি দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেন তিনি।
ওয়ানডে থেকে নিজেদের দূরে রাখা নিকোলাস পুরান ও জেসন হোল্ডার দলে ফিরেছেন। দলে আছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটিও। ওয়ানডের পর টি-টোয়েন্টি দলেও জায়গা হয়েছে ম্যাথু ফোর্ডের। ওয়ানডে অধিনায়ক শেই হোপকে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছে। প্রয়োজন মনে করা হলে ৩ ম্যাচ পর দলে পরিবর্তন আনা হতে পারে।
আগামী ১৩ ডিসেম্বরে বার্বাডোসে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টি-টোয়েন্টি হবে গ্রেনেডার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে তৃতীয় ম্যাচটি হবে ১৬ ডিসেম্বর। চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ২০ ডিসেম্বর ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজ দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), শেই হোপ (সহ-অধিনায়ক), রস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।