ক্লাব সভাপতির ঘুষি খেলেন রেফারি, স্থগিত তুরস্কের লিগ
ফুটবলে মারামারি অহরহই ঘটে থাকে। দুই দলের খেলোয়াড়রা অনেক সময়ই মেজাজ হারিয়ে একে অপরকে আঘাত করে বসেন।
তবে রেফারিকে মারার ঘটনার নজির ইউরোপিয়ান ফুটবলে খুব বেশি নেই। সেখানে তুরস্কের এক ক্লাবের সভাপতি কিনা মেরে বসেছেন ম্যাচের রেফারিকে!
ঘটনাটি ঘটেছে তুরস্কের শীর্ষ সারির লিগে আঙ্কারাগুজু ও রিজেসপোরের ম্যাচে। খেলাটি শেষ হয় ১-১ গোলের সমতায়। ম্যাচ শেষে মাঠে ঢুকে রেফারিকে ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়েছেন আঙ্কারাগুজু ক্লাবের সভাপতি।
মার খাওয়া সেই রেফারির নাম হালিল উমুত। তিনি তুরস্ক তো বটেই, উয়েফার তালিকাভুক্ত অন্যতম সেরা রেফারি। তার ওপর এমন হামলার পর লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে তুরস্কের ফুটবল ফেডারেশন।
এমনকি এই ঘটনায় নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানও। জড়িত সকল ব্যক্তি এবং ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।