যুব এশিয়া কাপ: আশিকুরের সেঞ্চুরিতে গ্রুপ সেরা হয়ে সেমিতে বাংলাদেশ
গ্রুপ সেরা হয়েই সেমি-ফাইনালে উঠল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল।
এই জয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিই জিতল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ের নায়ক সেঞ্চুরি করা ওপেনার আশিকুর রহমান শিবলি।
লঙ্কানদের দেওয়া ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৯ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। আশিকুর রহমান অপরাজিত থাকেন ১১৬ রান করে। ১৩০ বলের ইনিংসে ১১টি চার ও দুটি ছয় মেরেছেন এই ওপেনার। এছাড়া রিজওয়ান করেন ৩২ রান।
এর আগে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। লঙ্কানদের সাতজন ব্যাটসম্যান ২০ এর ওপর রান করলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। এতে তাদের সংগ্রহও বড় হয়নি। বাংলাদেশের পক্ষে ৩২ রান দিয়ে তিন উইকেট শিকার করেন ওয়াসি সিদ্দিক। রাব্বি ও মারুফ নেন দুটি করে উইকেট।