৫০০ উইকেটের এলিট ক্লাবে লায়ন
অষ্টম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট পেলেন নাথান লায়ন। পার্থ টেস্টে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতেছে ৩৬০ রানের বিশাল ব্যবধানে। ফাহিম আশরাফকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ৫০০ তম উইকেট শিকার করেছেন লায়ন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে অষ্টম বোলার, সবমিলিয়ে চতুর্থ স্পিনার ও তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ৫০০ উইকেট ক্লাবের সদস্য হয়েছেন লায়ন। ১২৩টি টেস্ট খেলে এই মাইলফলক ছুঁয়েছেন অজি অফ স্পিনার।
১২৩ ম্যাচে ২৩০ ইনিংস বল করে ৩১ গড়ে ৫০১ উইকেট শিকার করেছেন লায়ন। ইনিংসে ২৩ বার পাঁচ উইকেট ও ২২ বার চার উইকেট নিয়েছেন তিনি। ম্যাচে দশ উইকেট নিয়েছেন চারবার। তার ইনিংস সেরা বোলিং ফিগার ৫০ রান দিয়ে আট উইকেট।
লায়নের সামনে আছেন ৫১৯ উইকেট নেওয়া কোর্টনি ওয়ালশ ও ৫৬৩ উইকেট নেওয়া গ্লেন ম্যাকগ্রা। এই দুজনকে ছাড়িয়ে যাওয়ার বেশ ভালো সম্ভাবনা আছে নাথান লায়নের।