স্টার্ককে দলে নিতে কেন এতো খরচা, ব্যাখ্যা দিলেন গম্ভীর
সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারের সব রেকর্ড ভেঙে গেছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে। বুধবার দুবাইয়ে অনুষ্ঠিত মিনি নিলামে ২০ কোটি ৫০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে দলে নিয়ে রেকর্ড গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। যদিও রেকর্ডটি দুই ঘণ্টাও টেকেনি। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে অজি এই পেসারই এখন সবচেয়ে দামি ক্রিকেটার।
কিন্তু স্টার্ককে দলে ভেড়াতে কলকাতা কেন এতো খরচা করলো? অনেক ক্রিকেটমোদীর মনেই এমন প্রশ্ন। বিশ্বমানের বোলার হলেও স্টার্ককে এতো দাম দিয়ে কেনার বিপক্ষে অনেকেই। স্টার্কের পেছনে এতো অর্থ ঢেলে কলকাতা বিলাসিতা করেছে বলেও মত কারও কারও। কী কারণে স্টর্কের পেছনে টাকার বস্তা নিয়ে ছোটা, সেই ব্যাখ্যা দিয়েছেন মেন্টর হিসেবে কলকাতায় ফেরা ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।
কলকাতার দুটি শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়া সাবেক এই ওপেনার মনে করেন, স্টার্কের কাছ থেকে স্থানীয় পেসাররা অনেক কিছু শিখতে পারবেন। এ ছাড়া ৩৩ বছর বয়সী অস্ট্রেলিয়ার এই পেসারের সামর্থ্যের ওপর পুরোপুরি আস্থা গম্ভীরের। ভারতের বিশ্বকাপজয়ী দলের এই সদস্য বলেন, 'ও (স্টার্ক) যে এক্স-ফ্যাক্টর হতে চলেছে, এতে কোনও সন্দেহ নেই। ও যেমন নতুন বলে বোলিং করতে পারে, ডেথ ওভারেও আবার বোলিং করতে পারে। এবং আরও গুরুত্বপূর্ণ, আক্রমণে নেতৃত্ব দেবে স্টার্কই।'
স্টার্কের কাছ থেকে দুই স্থানীয় পেসার ভৈবব অরোরা ও হার্ষিত রানা শিখতে পারবেন জানিয়ে গম্ভীর বলেন, 'স্টার্ক আমাদের দুই ঘরোয়া বোলারকে সাহায্য করতে পারবে। কারণ ওরা দুজনই খুব প্রতিভাবান। তবে ওদের সাহায্য করার জন্য কাউকে দরকার এবং স্টার্ক সেই জায়গাটা পূরণ করতে পারবে। এটা কেবল তার বোলিংয়ে সাহায্য করা নয়, আক্রমণে নেতৃত্ব দেওয়া এবং দলের তরুণদের সহায়তা করার বিষয়ও রয়েছে। তাই কারও না কারও জন্য টাকা খরচ করতেই হতো আমাদের।'
নিলামে স্টার্কের ভিত্তিমূল্য দুই কোটি রুপি। তাকে নিয়ে লড়াই চলে কলকাতা ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। এখনও আইপিএলের শিরোপা জিততে না পারা দলটি শেষ পর্যন্ত কলকাতার সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি। এর আগে ২০১৮ আইপিএলে ৯.৪০ কোটি রুপিতে স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা। আইপিএলে বেঙ্গালুরুর হয়েও খেলেছেন তিনি। বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি এই আসরে ২৭ ম্যাচে স্টার্কের শিকার ৩৪ উইকেট।