প্রাগে বন্দুকধারীর হামলা, স্থগিত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বন্দুকধারীর হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় স্থগিত হয়ে গেছে মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ।
প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন ১৪ জন, অন্তত আরও ২৫ জন জখম হয়েছেন। প্রাগের ফরচুনা এরেনায় স্লাভিয়া প্রাহা ও সেইন্ট পলেনের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি সঙ্গে সঙ্গে স্থগিত করা হয়।
বিবিসির খবর অনুযায়ী, চেক প্রজাতন্ত্রের স্থানীয় সময় দুপুর তিনটার দিকে একজন বন্দুকধারী চার্লস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজগুলোতে দেখা গেছে, গুলিবর্ষণের মধ্যে কয়েকজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ভবন থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছেন। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীকে 'নির্মূল' করা হয়েছে।
এই ঘটনায় শনিবার শোক দিবস ঘোষণা করেছে চেক প্রজাতন্ত্র সরকার। এর আগে বৃহস্পতিবার রাতে প্রাগের ক্লাব স্লাভিয়া প্রাহা ও অস্ট্রিয়ান ক্লাব পলেনের মধ্যকার চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি স্থগিত করা হয়। পরবর্তীতে ইউরোপীয়ান ফুটবল কর্তৃপক্ষ উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, দুই ক্লাবের সঙ্গে আলোচনার পর ম্যাচটি আগামী ১৮ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।