'আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের খুব বেশি পার্থক্য নেই'
দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়েছে ভারত। প্রোটিয়াদের বিপক্ষে পূর্ণ শক্তির দল খেলায় নি ভারত, তরুণদের সুযোগ দিয়েছে বেশি। রোহিত শর্মা-বিরাট কোহলি কিংবা জসপ্রিত বুমরা-মোহাম্মদ শামিদের ছাড়াই জিতেছে ভারত।
জ্বলে উঠেছেন সঞ্জু স্যামসন, সাই সুদর্শন, আর্শদীপ সিংয়ের মতো তরুণরা। বড় তারকাদের ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাঠে সিরিজ জেতার পেছনে আইপিএলের অবদান দেখছেন ভারতের বাঁহাতি পেসার আর্শদীপ সিং।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আইপিএল খুব বেশি পিছিয়ে নেই, বরং দুটির মধ্যে সাদৃশ্য দেখছেন আর্শদীপ, 'আমাদের মতো তরুণ ক্রিকেটারদের জন্য আইপিএল ভালো একটা মঞ্চ। আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের খুব বেশি পার্থক্য নেই। আন্তর্জাতিক ক্রিকেটারদের মানসিকতা বুঝতে এটা বেশ কাজে দেয়। ভবিষ্যতে আরও ভালো করতে সবটুকু ঢেলে দেব আমরা।'
উল্লেখ্য, বোলিংয়ে দুর্দান্ত ছিলেন আর্শদীপ সিং। ৩.৫১ ইকোনমিতে ১০ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন এই বাঁহাতি পেসার। জোহানেসবার্গে প্রথম ওয়ানডেতে নিয়েছেন পাঁচ উইকেট, পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ওয়ানডেতে নেন এক উইকেট আর শেষ ওয়ানডেতে পার্লে নিয়েছেন ৪ উইকেট।