রোনালদোর নৈপুণ্যে বেনজেমার আল-ইত্তিহাদকে বিধ্বস্ত করল আল-নাসের
লড়াইটা ছিল হেভিওয়েটদের, একদিকে রোনালদো-মানেরা, অন্যদিকে বেনজেমা-ফ্যাবিনহোরা। সেই লড়াইয়ে বড় ব্যবধানে জিতেছেন রোনালদোরা।
আল-ইত্তিহাদকে তাদের ঘরের মাঠে ৫-২ গোলের ব্যবধানে হারিয়েছে আল-নাসের। রোনালদো করেছেন জোড়া গোল। ২০২৩ সালে গোলবন্যা বইয়ে দেওয়া সিআর সেভেনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৩ তে।
বছরের শেষ দিকে এসে নিজের সেরা রূপটাই দেখাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। ইত্তিহাদের বিপক্ষে দুটি গোলই রোনালদো করেছেন পেনাল্টি থেকে। তার গোল দুটি এসেছে ১৯ ও ৬৮ মিনিটে। জোড়া গোল করেছেন সাদিও মানেও, ৭৫ ও ৮২ মিনিটে গোল দুটি করেন এই সেনেগালিজ তারকা।
ম্যাচে যদিও দুইবার এগিয়ে গেছিল আল-ইত্তিহাদ। ১৪ ও ৫১ মিনিটে দুবারই দলটিকে এগিয়ে দেন হামাদাল্লাহ। করিম বেনজেমা ছিলেন নিষ্প্রভ, ব্রাজিলিয়ান তারকা ফ্যাবিনহো দেখেছেন লাল কার্ড।