মেসির সঙ্গে অবসরে যাবে আর্জেন্টিনার ১০ নাম্বার জার্সিও
আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতাতে তিনি রেখেছেন সবচেয়ে বড় ভূমিকা, হয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়, দ্বিতীয় সর্বোচ্চ গোলও করেছেন। এসবের বাইরের নেতা মেসির অবদানও কম নয়।
২০২৬ বিশ্বকাপ খেলবেন কিনা, এমন প্রশ্নের জবাবে এখন পর্যন্ত 'না' বলে এসেছেন মেসি। যদিও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি থেকে শুরু করে অন্যান্য অনেক সতীর্থই মনে করেন, মেসির আরেকটি বিশ্বকাপ খেলার মতো সামর্থ্য রয়েছে। তবে আর্জেন্টিনা কিংবদন্তি অতদূর না ভাবলেও কোপা আমেরিকা পর্যন্ত খেলবেন তা নিশ্চিত।
এরপর যদি মেসি অবসর নেন, তাহলে তাকে সম্মান জানিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নাম্বার জার্সিকেও অবসরে পাঠানো হবে। অর্থাৎ, আর কখনোই আর্জেন্টিনার হয়ে ১০ নাম্বার জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে না কাউকে।
এই বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া, 'মেসি জাতীয় দল থেকে যখন অবসর নেওয়ার পর আমরা ১০ নম্বর জার্সি আর কাউকে পরতে দেব না। ১০ নম্বর জার্সি তার সম্মানে আজীবনের জন্য অবসরে যাবে। তার জন্য আমরা এটুকু করতে চাই।'
তবে তাপিয়ার এমন চাওয়ায় বাধা হয়ে দাঁড়াতে পারে ফিফার নিয়ম। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নিয়মানুযায়ী, কোনো টুর্নামেন্টে একটি দলের ১ থেকে ২৩ নম্বর জার্সি থাকতে হবে। সেই নিয়ম পরিবর্তিত না হলে তাপিয়ার চাওয়া আলোর মুখ না দেখার সম্ভাবনাই বেশি।