পিএসজিতে মেসির সঙ্গে খেলা মিস করেন এমবাপ্পে
দুটি মৌসুম একসঙ্গে কেটেছে, লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে এটা এখন সুখস্মৃতি, আর্জেন্টাইন মহাতারকা পিএসজি ছেড়ে পাড়ি জমিয়েছেন ইন্টার মায়ামিতে। সেই স্মৃতিই তাড়িয়ে ফেরে এমবাপ্পেকে, পিএসজিতে মেসির সঙ্গে খেলা মিস করেন ফরাসি এই তারকা।
শৈশবের ক্লাব বার্সেলোনায় দীর্ঘদিনের পথচলা শেষ করে ২০২১ সালে পিএসজিতে না লেখান মেসি। ফরাসি ক্লাবটিতে কাটে দুই মৌসুম, ২০২৩ সালের জুলাইয়ে ফ্রি এজেন্ট হিসেবে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ রেকর্ড আটবারের ব্যালন ডি'অর জয়ী মেসি।
পিএসজিতে একসঙ্গে দুটি লিগ ও একটি কোপা ডি ফ্রান্স শিরোপা জিতেছেন মেসি-এমবাপ্পেরা। সেসব দিনের কথাই মনে পড়ছে এমবাপ্পের। অ্যামাজন প্রাইম স্পোর্টকে এমবাপ্পে বলেছেন, 'মেসির সঙ্গে খেলা আমি সব সময়ই মিস করি।'
'একজন ফরোয়ার্ড সব সময়ই এমন সতীর্থকে কাছে চায়, যার জন্য নিজের খেলার জায়গা তৈরি হয়, গোলের সুযোগ তৈরি হয়। ম্যাচ অনেক সহজ হয়ে যায়। সে বলের যোগান দেবে, যে কারণে চিন্তামুক্ত ভাবে খেলা যায়। সব মিলিয়ে তার (মেসি) সঙ্গে খেলা সত্যিই বিশেষ কিছু।' যোগ করেন তিনি।
তুলসেকে হারিয়ে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ম্যাচে গোল করেছেন এমবাপ্পে। এই ম্যাচের পর তিনি জানান, এখনও ভবিষ্যত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। বিশ্বকাপজয়ী ফরাসী এই তারকা দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদের নজরে আছেন। পিএসজির সঙ্গে এবারের গ্রীষ্মে চুক্তি শেষ হচ্ছে এমবাপ্পের।
নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে এমবাপ্পে বলেছেন, 'আমি এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। এখনও কোনো পছন্দ বেছে নিইনি। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিরোপা। ইতোমধ্যে আমরা একটি শিরোপা জয় করেছি, আরও জিততে মরিয়া হয়ে আছি।'
২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাওয়া ক্ষিপ্র গতির এই ফরোয়ার্ড পিএসজির হয়ে পাঁচটি লিগ ওয়ান শিরোপা জিতেছেন। লিগ ওয়ানে পাঁচ পয়েন্টে এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ।