যুব বিশ্বকাপে আফগানিস্তান দলে নবীর ছেলে, রশিদের ভাগনে
আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের পদাপর্ণের শুরু থেকেই দলটির অবিচ্ছেদ্য অংশ মোহাম্মদ নবী। আফগানিস্তানের অধিনায়কও ছিলেন তিনি, এখনও দলটির অন্যতম ভরসার জায়গা হয়ে খেলে যাচ্ছেন এই অলরাউন্ডার।
মোহাম্মদ নবীর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০৯ সালের ১৯ এপ্রিল। তখন এই অলরাউন্ডারের ছেলে হাসান ইশাখিলের বয়স ছিল তিন বছর। বর্তমানে ৩৮ বছর বয়স নবীর, আর তার ছেলে এখন যুব বিশ্বকাপ খেলতে আফগানিস্তান দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায়।
অপরদিকে আফগানিস্তান তো বটেই, বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার বলে যাকে ধরা হয় সেই রশিদ খানের ভাগনে উসমান শিনওয়ারিও আছেন আফগানিস্তানের যুব বিশ্বকাপ দলে। হাসান মূল দলে থাকলেও রিজার্ভে রাখা হয়েছে শিনওয়ারিকে। বাবা নবীর মতোই অলরাউন্ডার হয়েছেন হাসান।
২৩ দিন ব্যাপী এবারের যুব বিশ্বকাপে লড়বে ১৬ দল। আফগানিস্তান আছে 'ডি' গ্রুপে। যেখানে তাদের অন্য তিন প্রতিপক্ষ নেপাল, নিউজিল্যান্ড ও পাকিস্তান।
যুব বিশ্বকাপে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: নাসির খান (অধিনায়ক), নুমান শাহ, হাসান হাসান ইশাখিল, ওয়াফিউল্লাহ তারাখিল, খালিদ তানিওয়াল, আলি আহমদে নাসার, জামশিদ জাদরান, সোহেল খান জুরমাটি, রহিমউল্লাহ জুরমাটি, আল্লাহ মোহাম্মদ, আরব গুল মোমান্দ, ফরিদুন দাউদজি, বশির আহমাদ, খলিল আহমদ, জাহিদ আফগান।
রিজার্ভ: ওয়াহিদুল্লাহ জাদরান, নাসির হাসান, উসমান শিনওয়ারি।