নিরুত্তাপ ম্যাচে চট্টগ্রামকে হারাল খুলনা
আগে ব্যাটিং করে বড় সংগ্রহ গড়তে পারলো না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মারকাটারি ফরম্যাট টি-টোয়েন্টিতে তারা ব্যাটিং করে ধীর লয়ে। তাতে যে সংগ্রহ মেলে, সেটা নিয়ে স্বস্তিতে থাকার উপায় ছিল না। কিন্তু ছোট লক্ষ্য পাড়ি দিতে নেমে খুলনা টাইগার্সও পুরো ইনিংস ধরে ধুঁকে গেল। ধুঁকলেও শেষ হাসি উঠলো তাদের মুখে। নিরুত্তাপ ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে বিপিএল মিশন শুরু করলো খুলনা।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। চট্টগ্রামের এটা দ্বিতীয় ম্যাচ ছিল, উদ্বোধনী দিনে তারা হারায় মাশরাফি বিন মুর্তজার দল সিলেট স্ট্রাইকার্সকে।
টস হেরে আগে ব্যাটিং করা চট্টগ্রামের ইনিংস অল্পতেই গুটিয়ে যায়। খুলনার নাহিদুল ইসলাম, ফাহিম আশরাফ, ওশানে থমাসদের দারুণ বোলিংয়ে এক বল বাকি থাকতে ১২১ রানে অলআউট হয় চট্টগ্রাম। জবাবে খারাপ শুরুর পর কিছুক্ষণ পরপর উইকেট হারালেও আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ঠিক পথেই থাকে খুলনা। বল হাতে ৩ উইকেট নেওয়া পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
লক্ষ্য তাড়ায় ৩২ রানের মধ্যেই ৩ উইকেট হারায় খুলনা। ফিরে যান ক্যারিবীয় ব্যাটসম্যান এভিন লুইস, অধিনায়ক এনামুল হক বিজয় ও আরেক ক্যারিবীয় শেই হোপ। এরপর হাল ধরা আফিফ ও জয় ৫৬ রানের জুটি গড়েন। ২৮ বলে একটি চারে ২৬ রান করেন আফিফ।
এরপর হাবিবুর রহমান সোহান দ্রুত ফিরলে জুটি গড়েন জয় ও ফাহিম, ৩০ রান যোগ করেন তারা। জয় ৪৪ বলে একটি করে চার ও ছক্কায় সর্বোচ্চ ৩৯ রান করেন। ১৫ রানে অপরাজিত থাকেন ফাহিম। চট্টগ্রামের আল-আমিন হোসেন ও শহিদুল ইসলাম ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান বিলাল খান ও নিহাদুজ্জামান।
এর আগে চট্টগ্রামকে ব্যাট হাতেও পথ দেখান শহিদুল। ২ উইকেট নেওয়া ডানহাতি এই পেসার ৩১ বলে ৪টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৪০ রান করেন। এ ছাড়া তানজিদ হাসান তামিম ১৯ ও নাজিবুল্লাহ জাদরান ২৪ রান করেন। দলটির আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। ম্যাচসেরা নাহিদুল ৪ ওভারে মাত্র ১২ রানে ৪টি উইকেট নেন। ফামি ৩টি ও থমাস ২টি উইকেট পান।