কাল সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব, বিপিএল খেলা নিয়ে শঙ্কা
চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। কোনোভাবেই সমস্যা মেটাতে না পেরে অভিজ্ঞ এই অলরাউন্ডার বিপিএলের মাঝেই সিঙ্গাপুর যাচ্ছেন। কালই তিনি সিঙ্গাপুর যাবেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। ২১ জানুয়ারি দুপুর ১টায় রওনা দেবেন সাকিব। আপাতত অন্তত ৩টি ম্যাচে তার খেলা হবে না।
চোখ দেখানোর পর চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করছে বিপিএলের বাকি অংশে সাকিবের খেলার বিষয়টি। জালাল ইউনুস বলেছেন, 'সাকিব সিঙ্গাপুর যাচ্ছে, কালই যাচ্ছে। বিপিএলে খেলা নির্ভর করছে ডাক্তার কী বলে, সেটার উপর। ডাক্তারের পরামর্শ মতোই তাকে চলতে হবে। এখনই বলা যাবে না, সাকিব বিপিএল মিস করবে। সব কিছু নির্ভর করছে ডাক্তার কী বলে, সেটার উপর।'
বিপিএলে আজ ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ খেলেছেন সাকিব। বল হাতে দারুণ করলেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট নেওয়া বাঁহাতি এই অলরাউন্ডার ৩ বলে ২ রান করে বরিশালের পেসার খালেদ আহমেদের বলে বোল্ড হন। ব্যাটিংয়ের সময় তার বল দেখতে অস্বস্তি হয়েছে, এটা ম্যাচের পর জানান রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান।
সোহান বলেন, 'সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় উনি চোখে ওই জায়গা থেকে স্ট্রাগল করছে শেষ কিছুদিন ধরে। ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে। শেষ ডাক্তাররা ভালো বলতে পারবে কোন পরিস্থিতিতে আছে। যেটা বললাম, এখনও স্ট্রাগল করছে।'
বিপিএলের প্রস্তুতি পর্বে সাকিব আল হাসানকে দেখে অনেকেই অবাক হয়েছিল। চশমা পরে অনুশীলনে হাজির হন তিনি। চোখের সমস্যা থেকে পরিত্রাণ পেতে চশমা চোখে তুলেছিলেন সাকিব। খুব খাছে তাকে পর্যবেক্ষণ করেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসানাই চৌধুরী। কিন্তু চশমা কোনো উপকারেই আসেনি। তাই লন্ডনে ডাক্তার দেখাতে যান সাকিব, ফেরেন ১৮ জানুয়ারি। লন্ডনে গিয়েও কাজ না হওয়ায় এবার তিনি ছুটছেন সিঙ্গাপুরে।
গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপেও চোখের সমস্যা ভুগিয়েছে সাকিবকে। ব্যাটিংয়ের সময় বলা দেখা নিয়ে খুবই অস্বস্তিবোধ করতে হয়েছে তাকে, পরে চেন্নাইয়ে চিকিৎসক দেখান বাংলাদেশের তিন ফরম্যাটেরই নেতৃত্বে থাকা অভিজ্ঞ এই ক্রিকেটার।
বিসিবির মেডিকেল বিভাগ জানায়, চেন্নাইয়ে চিকিৎসক দেখানোর পর সাকিবকে চোখের ড্রপ দেওয়া হয়। তবে সেই ড্রপ কাজে আসেনি। 'স্ট্রেস' থেকে সাকিবের চোখের সমস্যা হচ্ছে বলে জানান চিকিৎসকরা। চাপ কমে গেলে সমস্যা কমে যাবে বলেও জানানো হয়।
চোটের কারণে বিশ্বকাপের শেষ অংশে ছিটকে যান সাকিব, যুক্তরাষ্ট্রে যান পরিবারের কাছে। চাপ কমলেও তার চোখের সমস্যা দূর হয়নি। যুক্তরাষ্ট্র গিয়ে আবারও চিকিৎসক দেখান সাকিব। যদিও তার চোখে কোনো সমস্যা খুঁজে পায়নি চিকিৎসকরা। চাপ ছিল না বলেই চোখের সমস্যা পাওয়া যায়নি বলে ধরে নেওয়া হয়।
এরপর নির্বাচনের মাঠে তুমুল ব্যস্ত থাকতে হয় মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিবকে। ব্যস্ততা, চাপে আবারও চোখের সমস্যা ফিরে আসে তার। রংপুর রাইডার্সের অনুশীলনে চমশা পরে ব্যাটিং করেও পাননি সমাধান। স্ট্রেস থেকেই চোখের সমস্যা হচ্ছে কিনা, সেটা নিশ্চিত হতে লন্ডনে চিকিৎসক দেখাতে যান সাকিব।