মদ্যপ হয়ে হাসপাতালে যাওয়া ম্যাক্সওয়েলকে নিয়ে তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়া
আগামী ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেই দলে নেই অজিদেরকে ষষ্ঠ বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখা গ্লেন ম্যাক্সওয়েল। এই ডানহাতি অলরাউন্ডারের পাশাপাশি নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্কদেরও দলে রাখেনি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।
তবে সবাইকেই বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপরেও ম্যাক্সওয়েলকে দলে না রাখার পেছনে কেবল বিশ্রাম দেওয়াই নয়, বরং অ্যাডিলেডের এক পানশালায় ঘটা একটি ঘটনার ভূমিকাও দেখছেন কেউ কেউ। অ্যালকোহল-সংশ্লিষ্ট ঘটনায় গ্লেন ম্যাক্সওয়েলকে গত শুক্রবার অ্যাডিলেডে এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার তদন্তে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া । অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম 'ডেইলি টেলিগ্রাফ' এ বিষয়ে প্রথম খবরটি দেয়।অ্যাডিলেডের একটি পানশালায় রক ব্যান্ড 'সিক্স অ্যান্ড আউট'র গান শুনতে গিয়েছিলেন ম্যাক্সওয়েল, দুর্ঘটনা ঘটেছে সেখানেই। অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি নিউ সাউথ ওয়েলসের প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটারদের নিয়ে বানানো এই ব্যান্ডের সদস্য।
তবে সেখানে ঠিক কী ঘটেছে তা এখনো জানা যায়নি। ম্যাক্সওয়েল পানশালায় বেশিসময় ছিলেন না এবং অ্যাম্বুলেন্স ডেকে এই অজি অলরাউন্ডারকে হাসপাতালে পাঠানো হয়।
তবে সিএ দাবি করেছে, পানশালার যাই ঘটে থাকুক না কেন, সেটির সঙ্গে ম্যাক্সওয়েলের দলে না থাকার কোনো সম্পর্ক নেই, 'ওয়ানডে দলে তাকে না রাখার সঙ্গে অ্যাডিলেডের ঘটনার সম্পর্ক নেই। বিগ ব্যাশ শেষে ম্যাক্সওয়েলকে বিশ্রাম দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি টি-টোয়েন্টি সিরিজে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু আর বলা সম্ভব নয়।'