এবারের বিপিএলে আর খেলবেন না শোয়েব মালিক
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সফরটা বড় হলো না শোয়েব মালিকের। কদিনের মাথায়ই বিপিএল ছাড়লেন ফরচুন বরিশালের হয়ে খেলা পাকিস্তানের অভিজ্ঞ এই অলরাউন্ডার, বাকি অংশে তাকে আর দেখা যাবে না।
ফরচুন বরিশালের শুরুর ম্যাচ থেকেই ছিলেন মালিক, ঢাকার প্রথম পর্বে খেলেন সবগুলো ম্যাচ। এই পর্ব শেষে দুবাই যান তিনি। ব্যক্তিগত কাজ শেষে আবারও বিপিএলে ফেরার কথা ছিল তার। কিন্তু বিপিএলে খেলতে মালিক আর আসছেন না।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ। বিবৃতিতে লেখা হয়েছে, 'এই মৌসুমের জন্য বিপিএল ছেড়েছেন শোয়েব মালিক।' অভিজ্ঞ এই অলরাউন্ডারের জায়গায় আরেক পাকিস্তানিকে দলে ভেড়াতে পারে বরিশাল। দলটির সূত্রে জানা গেছে, আহমেদ শেহজাদ তাদের হয়ে খেলতে পারেন।
বিপিএলে বরিশালের হয়ে তিনটি ম্যাচ খেলে খুব একটা ভালো করতে পারেননি মালিক। এরপরও অবশ্য আলোচনায় ছিলেন ৪১ বছর বয়সী এই ক্রিকেটার। সেটা অবশ্য মাঠের বাইরের ঘটনায়। ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর তৃতীয় বিয়ে করেছেন মালিক।
বিপিএলে তিন ম্যাচে ২৯ রান করেছেন মালিক, দুটি ম্যাচে অবশ্য অপরাজিত ছিলেন। এর মধ্যে তার সর্বোচ্চ রানের ইনিংস ১৮ বলে ১৭। বল হাতেও দলের জন্য সেভাবে অবদান রাখতে পারেননি, দুই ম্যাচে বোলিং করা ডানহাতি এই অফ স্পিনারের শিকার এক উইকেট।
দুই ম্যাচেই তাকে দিয়ে এক ওভার করে বোলিং করান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। রংপুর রাইডার্সের বিপক্ষে ৯ রানে ১ উইকেট পেলেও আগের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে মালিকের খরচা ১৮ রান। এই ওভারে তিনটি নো বল করেন তিনি, যা নিয়ে বিতর্কও তৈরি হয়।