‘খেলবেন না’ ঘোষণা দিয়ে মালিককে ফিরিয়ে আনছে বরিশাল
ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আবারও আসছেন শোয়েব মালিক। আগামী ২ ফেব্রুয়ারি সিলেট পর্বেই বরিশাল দলে যোগ দেবেন পাকিস্তানি অভিজ্ঞ এই অলরাউন্ডার। বুধবার এক বিবৃতিতে মালিকের আসার খবরটি জানিয়েছে বরিশাল কর্তৃপক্ষ।
বরিশালের হয়ে তিনটি ম্যাচ খেলে ব্যক্তিগত কাজে দুবাই যান মালিক। কাজ শেষ করে সিলেট পর্বে যোগ দেওয়ার কথা ছিল ৪১ বছর বয়সী এই ক্রিকেটারের। কিন্তু পেরেননি মালিক। সেসময় এক বিবৃতি দিয়ে বরিশাল কর্তৃপক্ষ জানায়, এবারের বিপিএলে আর খেলবেন না মালিক। তার বদলে আরেক পাকিস্তানি আহমেদ শেহজাদকে দলে ভেড়ায় বরিশাল।
কিন্তু কদিনের মাথায়ই মালিককে ফেরানোর ঘোষণা দিল বরিশাল। দলটির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 'আগামী ২ ফেব্রুয়ারি বরিশাল দলে আবারও যোগ দেবেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। সিলেট পর্বে ৩ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বরিশাল।'
বরিশালের হয়ে তিনটি ম্যাচ খেলে খুব একটা ভালো করতে পারেননি মালিক। এরপরও আলোচনায় ছিলেন তিনি। সেটা অবশ্য মাঠের বাইরের ঘটনায়। ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর তৃতীয় বিয়ে করেছেন মালিক।
তিন ম্যাচে ২৯ রান করেন তিনি, দুটি ম্যাচে থাকেন অপরাজিত। বল হাতেও দলের জন্য সেভাবে অবদান রাখতে পারেননি, দুই ম্যাচে দুই ওভার বোলিং করা ডানহাতি এই অফ স্পিনারের শিকার এক উইকেট। রংপুর রাইডার্সের বিপক্ষে ৯ রানে ১ উইকেট পেলেও খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে মালিক খরচা করেন ১৮ রান। এই ওভারে তিনটি নো বল করেন তিনি, যা নিয়ে তৈরি হয় বিতর্ক।
দুবাই গিয়ে না ফেরায় তার করা তিনটি নো বল নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে পরে মুখ খোলেন মালিক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, 'আমি পরিষ্কার করে বলতে চাই, আমি দৃঢ়ভাবেই এসব ভিত্তিহীন গুজব প্রত্যাখ্যান করছি।'
'যেকোনো তথ্য বিশ্বাস করার আগে এবং সেটি ছড়িয়ে দেওয়ার আগে প্রত্যেকের উচিত তা যাচাই-বাছাই করা। মিথ্যাচার মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং অপ্রয়োজনীয় দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতে পারে। সম্প্রতি যেসব গুজব ছড়ানো হয়েছে, বিশেষ করে সেগুলোর কারণেই আমি এটার ওপর জোর দিচ্ছি।' লেখেন তিনি।