সাকিবকে দুয়ো, কাদের ‘অকৃতজ্ঞ’ বললেন সোহান?
চোখের সমস্যার কারণে বল দেখায় অস্বস্তি আছে সাকিব আল হাসানের। স্বভাবতই এতে ব্যাটিংয়ে অসুবিধা হয়েছে তার। চোখের সমস্যার প্রভাব যে তার ব্যাটিংয়ে পড়েছে, সেটা স্পষ্ট হয়েছে চলমান বিপিএলে। রংপুর রাইডার্সের হয়ে প্রথম দুই ম্যাচে ২ রান করে করেন তিনি। পরের দুই ম্যাচে যথাক্রমে রংপুরের ৫ ও ৮ উইকেট পড়লেও ব্যাটিংয়ে নামেননি সাকিব। বোলার হিসেবেই খেলে এসেছেন। চোখের সমস্যায় ব্যাটিংয়ে দুঃসময়, এর মাঝে আরও বাজে অভিজ্ঞতা হয়েছে তার।
ব্যাটিংয়ে নামার সময়, আউট হয়ে ফেরা বা ফিল্ডিং করার সময় দুয়ো শুনতে হয়েছে সাকিবকে। বাংলাদেশের তিন ফরম্যাটেরই অধিনায়কত্বে থাকা সাকিবকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে 'ভুয়া, ভুয়া' বলা হয়েছে বেশ কয়েকটি ম্যাচে। যা নিয়ে সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশ্নও করা হয়। অবশেষে অলরাউন্ডার সাকিবের দেখা মিলেছে। মঙ্গলবার মিরপুরে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলার পর ৪ ওভারে ১৬ রানে ৩টি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি।
খারাপ সময়কে পেছনে ফেলে সাকিবের এমন প্রত্যাবর্তন, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্বভাবতই তাকে নিয়ে সংবাদকর্মীদের জিজ্ঞাসা ছিল। অবশ্য সাকিবকে দুয়ো দেওয়া নিয়ে কোনো প্রশ্ন ছিল না। কিন্তু রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান এক প্রশ্নের উত্তরে এই বিষয়টিও টেনে আনলেন। মনে করাতে চাইলেন বাংলাদেশ দলে সাকিবের অবদানের কথা। সঙ্গে এও বললেন, এসব মানুষ ভুলে যায়। সোহানের মতে, অকৃতজ্ঞ মানুষের আচরণ এমন। তবে কাদের উদ্দেশ্যে শব্দটা ব্যবহার করেছেন, সেটা পরিষ্কার করেননি তিনি।
ঢাকার বিপক্ষে তিন নম্বরে ব্যাটিং করে নিজেকে অনেকটাই ফিরে পেয়েছেন সাকিব। তিনে ব্যাটিং করার সিদ্ধান্ত তার নাকি ম্যানেজমেন্টের, এমন প্রশ্নের উত্তরে সোহান বলেন, 'আগে থেকে কথা হচ্ছিল। সাকিব ভাই বিশেষ করে চাচ্ছিলেন একটু সময় নিয়ে… যেহেতু টি-টোয়েন্টি খেলা, সময় কম থাকে, তো ওভাবেই (পরিকল্পনা) করছিলেন। তিনি আমাদের দলের অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার, সাকিব ভাই নিজেই তিনে ব্যাটিং করতে চাচ্ছিলেন।'
এই উত্তরেই মাঠে সাকিবের অস্বস্তিকর অভিজ্ঞতার বিষয়টি সামনে আনেন সোহান। রংপুর অধিনায়ক বলেন,'সবচেয়ে বড় কথা, আমাদের ক্রিকেট (বাংলাদেশের ক্রিকেট) এই জায়গায় আসার পেছনে সাকিব ভাইয়ের অনেক বেশি অবদান রয়েছে। আমার কাছে মনে হয়, আমরা খুব বেশি অকৃতজ্ঞ যে খুব তাড়াতাড়ি ভুলে যাই। অনেক সময় মাঠে যে ধরনের ঘটনা হচ্ছে, এটা আমাদের ক্ষেত্রে হলে অনেক সময় মানা যায়, তার ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয়।'
চেনা চেহারায় ফিরতে সাকিব ঘাম ঝরিয়ে যাচ্ছেন, রংপুরের টিম ম্যানেজমেন্টও তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। তিন নম্বরে ব্যাটিং করার সিদ্ধান্তে ম্যানেজমেন্টের পূর্ণ সমর্থন আছে জানিয়ে সোহান বলেন, 'আমার কাছে মনে হয়, পুরো টিম ম্যানেজমেন্ট তাকে এই সমর্থন করছে এবং তিনি নিজে থেকে অনেক বেশি চেষ্টা করছেন। আমরা কাছ থেকে দেখছি, তিনি কতোটা চেষ্টা করছেন, কতোটা নিবেদিত ওই জায়গাটায় ফেরার জন্য।'
'এ রকম একটা ইনজুরিতে থাকলে বা খেলোয়াড় যখন খারাপ সময়ে থাকে, তখন অনেক বেশি মোটিভেশন দরকার হয়। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়, টিম ম্যানেজমেন্টের পুরো সমর্থন তার উপর রয়েছে, তিনি নিজে থেকে চাচ্ছিলেন একটু সময় নিয়ে ব্যাটিং করতে। শেষ দিন অনুশীলনের সময় তিনি বলেন, "তিনে ব্যাটিং করলে ভালো হবে"। আমার কাছে মনে হয়, পুরো টিম ম্যানেজমেন্ট তাকে এই সমর্থন দিয়েছে।' যোগ করেন তিনি।
গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন সাকিব। বল দেখা নিয়ে অস্বস্তিবোধ করায় তখনই চেন্নাইতে চিকিৎসক দেখান তিনি। চোটের কারণে আগেই ভারত ছাড়া সাকিব যুক্তরাষ্ট্রে গিয়ে আবার চিকিৎসকের দ্বারস্থ হন। তাতেও কাজ না হওয়ায় দেশে ফিরে চশমা নেন তিনি, চিকিৎসক দেখাতে যান লন্ডন ও সিঙ্গাপুরে।
অবশেষে জানা যায় বাঁ চোখে রেটিনার সমস্যায় ভুগছেন সাকিব। চোখের রেটিনায় তরল পদার্থ জমে চোখে ঝাপসা দেখা, অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট তৈরি হওয়ার কারণে ব্যাটিংয়ে অস্বস্তিবোধ করেন তিনি। যদিও শুরুতে বলা হয়েছিল স্ট্রেস থেকে চোখে সমস্যা হচ্ছে অভিজ্ঞ এই অলরাউন্ডারের। চোখের ঠিক কী সমস্যা, সেটা এখনও পরিষ্কারভাবে জানা হয়নি সাকিবের। বিশ্রাম ও ওষুধে দীর্ঘমেয়াদী চিকিৎসকায় সমস্যা দূর হবে বলে তাকে জানানো হয়েছে।