সাগরিকায় হৃদয় ঝড়ে উড়ে গেল খুলনা
ব্যাট হাতে সাগরিকায় ঝড় তুললেন তাওহিদ হৃদয়, সেই ঝড়ে উড়ে গেল খুলনা টাইগার্স। এনামুল হক বিজয়ের দলকে টানা পঞ্চম হারের স্বাদ দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তুলে নিয়েছে টানা পঞ্চম জয়। বিপিএলের চট্টগ্রাম পর্বে বর্তমান চ্যাম্পিয়নরা সাত উইকেটের ব্যবধানে হারিয়েছে খুলনাকে।
এবারের বিপিএলে আগেই সেঞ্চুরির দেখা পাওয়া তাওহিদ হৃদয় বলেছিলেন, ছক্কা মারা তার কাছে সহজ কাজ। চট্টগ্রামে সেটি আরেকবার দেখালেন তিনি, এবার সেঞ্চুরি থেকে নিজে নয় রান দূরে থাকলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
খুলনার দেওয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক লিটন দাসকে হারায় কুমিল্লা। আগের ম্যাচে সেঞ্চুরি করা উইল জ্যাকসও ১৮ রান করেই ফিরে যান। তবে এরপর শুরু হয় হৃদয়ের তাণ্ডব। সাত চারের সঙ্গে সাত ছক্কায় দর্শকদের মাতিয়েছেন কুমিল্লার এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৪৭ বলে ৯১ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন হৃদয়, তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন জাকের আলী। তার ব্যাট থেকে এসেছে ৩১ বলে ৪০ রান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ১৬৪ রানের লড়াকু সংগ্রহ গড়ে খুলনা। টাইগার্সের বেশ কয়েকজন ব্যাটসম্যান ২০ রানের ঘর পেরোলেও বড় ইনিংস খেলতে পারেননি কেউই। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান এসেছে এভিন লুইসের ব্যাট থেকে।
এই ম্যাচসহ টানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা। রানরেটে এগিয়ে থাকায় সমান ১৪ পয়েন্ট নিয়েও শীর্ষে আছে রংপুর রাইডার্স। অপরদিকে টানা চার ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করা খুলনা টানা পাঁচ হারে চলে গেছে সেরা চারের বাইরে।