দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ৫০০ উইকেট অশ্বিনের
টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়া বোলারদের তালিকায় নাম লেখালেন রবিচন্দ্রন অশ্বিন। ইতিহাসের নবম বোলার ও মাত্র পঞ্চম স্পিনার হিসেবে এই কীর্তি গড়েছেন ৩৭ বছর বয়সী ভারতীয় এই অফ স্পিনার।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে জ্যাক ক্রলিকে রজত পতিদারের ক্যাচ বানিয়ে নিজের ৫০০ তম উইকেট শিকার করেছেন অশ্বিন। মাত্র ৯৮ টেস্ট খেলেই এলিট এক ক্লাবে জায়গা করে নিলেন ভারতীয় অফ স্পিনার।
এই টেস্ট শুরুর আগেও বোলারদের র্যাঙ্কিংয়ে এক নাম্বারে ছিলেন অশ্বিন। দ্বিতীয় টেস্টে জসপ্রিত বুমরাহর অসাধারণ বোলিং পারফরম্যান্স অশ্বিনকে নামিয়ে দিয়েছে তিন নাম্বারে। তবে সেটি নিয়ে আর এখন ভাবার কথা নয় তার। বিরাট এক মাইলফলক স্পর্শ করেছেন ৩৭ বছর বয়সী ভারতীয় অফ স্পিনার।
টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৮টি ম্যাচ খেলেছেন অশ্বিন। ২০১১ সালে অভিষিক্ত হওয়া এই অফ স্পিনার ১৮৪ ইনিংস বল করে ২৩.৮৯ গড়ে নিয়েছেন ঠিক ৫০০টি উইকেট। তার স্ট্রাইক রেট প্রায় ৫২।
ইনিংসে ২৪ বার চার উইকেট ও ৩৪ বার পাঁচ উইকেট নেওয়া অশ্বিন ম্যাচে ১০ উইকেট পেয়েছেন আটবার। তার ইনিংস সেরা বোলিং ফিগার ৫৯ রান দিয়ে সাত উইকেট ও ম্যাচসেরা বোলিং ফিগার ১৪০ রান দিয়ে ১৩ উইকেট।