বিসিবিতে নতুন পদে হাবিবুল বাশার
খেলোয়াড়ি জীবনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের দীর্ঘদিনের পথচলা শেষ হয়েছে কদিন আগে। নতুন নির্বাচক কমিটিতে রাখা হয়নি সাবেক এই অধিনায়ককে। তবে সে সময়ই বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন জানান, মিনহাজুল আবেদীন নান্নু ও বাশারকে বোর্ডের উপযুক্ত কোনো পদে রাখা হবে।
এই ঘোষণার আট দিনের মাথায় বিসিবিতে নতুন পদ দেওয়া হলো বাশারকে। সাবেক এই ব্যাটসম্যানকে বিসিবির উইমেন্স উইংয়ের প্রধান করা হয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে এই ঘোষণা দেয় বিসিবি।
উইমেন্স উইংয়ের প্রধান হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিসিবি পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এবং জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ দুজন বাশারকে স্বাগত জানাচ্ছেন, এমন একটি ছবি বিসিবির অফিসিয়াল এক্স পেজ থেকে পোস্ট করা হয়।
নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটিতে ছিলেন বাশার। দীর্ঘ ১১ বছর বিসিবির নির্বচকের দায়িত্ব পালন করেন তিনি। গত ১২ ফেব্রুয়ারি নতুন নির্বাচক কমিটি ঘোষণা করে বিসিবি। বাদ পড়েন নান্নু ও বাশার। নির্বাচক কমিটির তৃতীয় সদস্য আব্দুর রাজ্জাক নতুন কমিটিতেও জায়গা পান। নতুন প্রধান নির্বাচক করা হয় গাজী আশরাফ হোসেন লিপুকে, কমিটির বাকি সদস্য সাবেক ওপেনার হান্নান সরকার।
নির্বাচক হিসেবে অবদান রাখায় ১২ ফেব্রুয়ারি নান্নু ও বাশারের প্রশংসা করেন বিসিবি সভাপতি। তাদেরকে উপযুক্ত পদে রাখার ঘোষণা পাপন বলেন, 'আমাদের ক্রিকেটে অবদান রাখার জন্য বোর্ড তাদের অ্যাপ্রিশিয়েট করেছে। সবাই এক বাক্যে স্বীকার করেছে যে, তাদের অবদানে আমরা খুবই খুশি। কিন্তু আমারা তাদের হারাতেও চাই না। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি উপযুক্ত পদে তাদের দুজনকেই আমরা বোর্ডে রাখবো।'
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে ১৩ বছর খেলেছেন বাশার। দীর্ঘ এই পথচলায় ৫০ টেস্টে ৩টি সেঞ্চুরি ও ২৪টি হাফ সেঞ্চুরিসহ ৩০.৮৭ গড়ে ৩ হাজার ২৬ রান করেছেন সাবেক ডানহাতি এই ব্যাটসম্যান। ১১১ ওয়ানডেতে ১৪টি হাফ সেঞ্চুরিসহ ২১.৬৮ গড়ে বাশারের রান ২ হাজার ১৬৮। অধিনায়ক হিসেবে ১৮টি টেস্ট এবং ৬৯টি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বাশারের নেতৃত্বেই প্রথম টেস্ট জেতে বাংলাদেশ।